• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দুরন্তের বিশেষ আয়োজন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ মার্চ ২০২০

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দুরন্ত টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচারের আয়োজন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার বিকাল ৫টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘খোকা থেকে বঙ্গবন্ধু’। ২৬ পর্বের এই অনুষ্ঠানে শিশুরা বঙ্গবন্ধুর শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত নানান মজার গল্প, মানবিক ও সংগ্রামী ঘটনার ইতিহাস জানতে পারবে। প্রতি পর্বে বঙ্গবন্ধুর সঙ্গে সরাসরি সম্পৃক্ত গুণী ব্যক্তিরা তাদের অভিজ্ঞতার কথা বলবেন। আলোচনার ফাঁকে শিশুরা আবৃত্তি পরিবেশন করবে এবং ছবি আঁকবে। এছাড়া বঙ্গবন্ধুকে উদ্দেশ করে দর্শক বন্ধুদের পাঠানো চিঠি পড়ে শোনানো হবে। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছে রাইমা হক ও সৈয়দ আরবিন আয়ান। ১৭ মার্চের অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন ড. ইনামুল হক। পরবর্তী অনুষ্ঠানগুলোতে অতিথি হিসেবে থাকবেন ইমদাদুল হক মিলন, আতাউর রহমান, মোজাম্মেল বাবু, নির্মলেন্দু গুণ, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নূহ-উল-আলম লেনিন, মামুনুর রশীদ, মো. শাহরিয়ার আলম (এমপি), আবুল মোমেন, আবুল হাসান মাহমুদ আলী, রামেন্দু মজুমদারসহ অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তোফায়েল সরকার। অনুষ্ঠানটি পরে ২০ মার্চ থেকে প্রতি শুক্র ও শনিবার, বিকাল ৫টায় ও রাত ৯টায় প্রচারিত হবে।

দুরন্ত টেলিভিশনে নিয়মিত প্রচারিত হচ্ছে ধারাবাহিক ‘গল্প শেষে ঘুমের দেশে’। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে শিশুশিল্পীদের পাশাপাশি তারকা অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। ধারাবাহিকটি সপ্তাহের প্রতিদিন রাত ৯টায় প্রচার হচ্ছে।  আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চের পর্বে শিশুরা শুনবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের গল্প। শিশুদের এই গল্প শোনাবেন আসাদুজ্জামান নূর। বিশেষ এই পর্বগুলো দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে রাত ৯টায়। এই ধারাবাহিকটিতে শিশু সদস্যের ভূমিকায় অভিনয় করেছেন ফারিবদা ফাইজা, সৈয়দা আদ্রিতা হাদী স্নেহা, সিমরিন শাহিন রূপকথা, হিরণ্ময় সাহা নক্ষত্র, তাসলিম কাদের মুনসহ অনেকে। পরিবারের বড় সদস্যদের ভূমিকায় অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পী সরকার অপু, ডা. এজাজ, ত্রপা মজুমদার, অপর্ণা ঘোষ, মনোজ প্রামাণিক, আহসান হাবীব নাসিম, শতাব্দী ওয়াদুদ, মৌটুসী বিশ্বাস, কাজী নওশাবা আেমদ ও মোমেনা চৌধুরী। গল্প বলার ধারাবাহিক এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফাহিমা আহমেদ চৈতী এবং নাট্যরূপ দিয়েছেন অলোক বসু।

জন্মদিন উপলক্ষে শিশুদের বঙ্গবন্ধুর জন্ম ও শৈশবের গল্প শোনাবেন অভিনেত্রী শমী কায়সার। এই বরেণ্য অভিনেত্রী বাঙালির রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথাও আলোচনা করবেন। গল্পে গল্পে ফুটে উঠবে বঙ্গবন্ধুর শিশু বান্ধব রূপ। আর এসব দেখা যাবে দুরন্ত টেলিভিশনে প্রচারিত ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’ অনুষ্ঠানে। জামাল হোসেন আবির এবং পার্থপ্রতিম হালদার পরিচালিত জাতীয় শিশু দিবসের বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে।

একই উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে দুই পর্বের বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু নানা বর্ণে নানা রেখায়’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ডা. নুজহাত চৌধুরী। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে দুই পর্বের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে মাশরুর মাহতাব সূর্য, মনফুল চন্দ্রবতী, অহনা অনুপমা চৌধুরী, আর্য মেঘদূত, মাহী রহমান ধ্রুব, সাবাব বিন মাহদী স্পন্দন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সুমনা সিদ্দিকী। প্রচারিত হবে ১৮ ও ১৯ মার্চ বিকাল ৫টায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads