• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

শোবিজ

লাইলাতুল মেরাজে মাহবুবুল এ খালিদের গান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ মার্চ ২০২০

পবিত্র লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনির উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে একটি গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ‘শব-ই-মেরাজ’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রয়াত জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটিতে সমবেতভাবে কণ্ঠ দিয়েছেন স্মরণ, টিনা মোস্তারী এবং রাফসান। গানটির একটি নতুন মিউজিক ভিডিও মাহবুবুল এ খালিদের ইউটিউব চানেল ‘খালিদ সংগীত’-এ মুক্তি দেওয়া হয়েছে। এ ছাড়াও গানটি গীতিকারের নিজস্ব ওয়েবসাইট ‘খালিদসংগীত ডটকম’-এ প্রকাশিত হয়েছে।

এই গানের মাধ্যমে মহান লাইলাতুল মেরাজের ঘটনাবলি এবং তাৎপর্য বর্ণনা করা হয়েছে। ‘বিস্ময়কর এই রজনি/ কোনো সংশয় নাই/ নূরের যানে সওয়ার নবী/ মহাবিশ্ব দেখলেন ঘুরে তাই। পুণ্যময় রজনি রাজ/ লাইলাতুল মেরাজ, মহান লাইলাতুল মেরাজ’- এমন কথায় গানটি শুরু হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads