• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

শোবিজ

দেশে ফিরতে পারছেন না এন্ড্রু কিশোর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ মার্চ ২০২০

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দেশবরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর প্রায় ছয় মাস ধরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। ছয় মাস পেরিয়ে গেছে। এখন অনেকটাই ভালো আছেন তিনি।

ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে দেশে ফিরবেন এন্ড্রু কিশোর, কবে আবারও গান গাইবেন তিনি! শোনা যাচ্ছিল মার্চ মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে এখনই দেশে ফেরা হচ্ছে না তার।

গুণী এই শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, বিশ্বের এই পরিস্থিতিতে এন্ড্রু কিশোরকে এখনই দেশে ফিরতে নিষেধ করেছেন তার চিকিৎসক। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের লিম সুন থাইয়ের অধীনে এন্ড্রু কিশোরের চিকিৎসা চলছে।

জানা গেছে, বর্তমানে চিকিৎসক লিম সুন থাই সিঙ্গাপুরে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। তিনিই এন্ড্রু কিশোরকে এই পরিস্থিতিতে সিঙ্গাপুর ছাড়তে নিষেধ করেন।

করোনা ভাইরাসের প্রকোপ কমলেই দেশে ফিরবেন সবার প্রিয় শিল্পী। বর্তমানে ক্যানসারের চিকিৎসা ছাড়াও শরীরের আরও কিছু চিকিৎসা করাচ্ছেন তিনি।

সুখ-দুঃখ, হাসি-আনন্দ, প্রেম-বিরহসহ নানান অনুভূতির হাজার হাজার গান গেয়েছেন এন্ড্রু কিশোর। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’, ‘প্রথিবীর যত সুখ আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি’, ‘সবাইতো ভালোবাসা চায়’, ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে’, ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘চোখ যে মনের কথা বলে’, ‘পড়েনা চোখের পলক’ ইত্যাদি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads