• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯

শোবিজ

মানুষের পাশে দাঁড়াচ্ছেন শাহনূর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ মার্চ ২০২০

থমকে গেছে বিশ্ব, করোনা ভাইরাসে। শত কোটি মানুষ আজ গৃহবন্দি। এই বন্দিদশা থেকে মানুষ কবে মুক্ত হবে তার নিশ্চয়তা কেউ দিতে পারছে না। এক মহান আল্লাহকেই ডাকছেন সবাই দিন রাত। যেন দ্রুত এই থমকে যাওয়া অবস্থা থেকে মানুষ তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। অনেকেই বলছেন পৃথিবী নিশ্বাস নিচ্ছে প্রাণ ভরে। এই নিশ্বাস নেওয়া শেষ হলেই হয়তো আবারো মানুষ তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। চিত্রনায়িকা শাহনূর অন্য সব মানুষের মতোই গৃহবন্দি হয়ে আছেন মাকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারের বাসাতেই। শাহনূর সব সময়ই সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে শাহনূর সাধারণ মানুষের এই দুঃসময়েও ঘর থেকে বের হতে পারছেন না বিধায় ভীষণ দুঃখ প্রকাশ করছেন। শাহনূর বলেন, ‘আমি একজন রোটারিয়ান আমাদের ঢাকা সানশাইন রোটারি ক্লাব থেকে ১০০০ মাস্ক, ১০০০ হ্যান্ড স্যানিটাইজার এবং ৩০০ পিপিই ডক্টর নার্স দের দেওয়া হচ্ছে। এ ছাড়া আমরা চাল, ডাল, তেল, সাবান-এগুলো নিম্ন আয়ের মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে। যারা স্বেচ্ছাসেবক আছেন তারা এই কাজটি করছেন। আমি অনেক আগেই বাসার কাজের বুয়াকে তার বেতন দিয়ে ছুটি দিয়েছি এবং আমার আশপাশে যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদেরকে বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি যেন তারা খাবার কিনে খেতে পারে। আগে তো কাজের ব্যস্ততায় বাসার মানুষদের সময় দিতে পারতাম না কিন্তু এখন পুরো সময়টাই আমি পরিবারকে দিচ্ছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি অনেক দোয়া-দরুদ পড়ছি। অনেক মনীষীদের আমি বই পড়ছি। গান শুনছি,  আমার পুরাতন অনেক মুভি আছে যেগুলো অনেক সময় দেখা হয়নি সেগুলো দেখছি পরিবারের সবাইকে নিয়ে। এটাতে আমি একটুও কিন্তু বোর ফিল করছি না বরং আমার অনেক আনন্দ লাগছে এমন করে। আমি সবাইকে বলছি আপনারা ও আপনার পরিবারকে সময় দিন এবং আপনারা সব সময় নামাজ পড়ুন আল্লাহর কাছে দোয়া করুন আমরা যেন এই বিপদ থেকে রক্ষা পেতে পারে। সবাই যার যার ধর্ম পালন করুন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। আমার দর্শকদের কাছে এবং আমার দেশবাসীর কাছে আবেদন আপনারা কেউ হতাশ হবেন না। আপনারা এই সামান্য নিয়মগুলো মেনে চললেই কিন্তু করোনা ভাইরাসের হাত থেকে আমরা রক্ষা পাবো। আমি সব সময় সোশ্যাল ওয়ার্ক করি সাধারণ মানুষের পাশে দাঁড়াই কিন্তু করোনা ভাইরাসের জন্য আমি বাইরে বের হতে পারছি না, সেজন্য আমার ফেসবুকে প্রত্যেকটা ফ্রেন্ডকে আমি সচেতনমূলক পরামর্শ দিচ্ছি এবং সবাইকে ফোন করে বলছি, তারা যাতে আমাদের যে নিয়মগুলো আছে সেগুলো যেন অবশ্যই মেনে চলেন কেউ বাইরে বের হবে না ঘরে টোটালি থাকবে গৃহবন্দি যাকে বলে।’ এদিকে মুজিবশতবার্ষিকীতে শাহনূর প্রথমবারের মতো একজন নির্মাতা হিসেবে নিজের অভিষেক ঘটিয়েছেন। নির্মাণ করেছেন ‘একটি বাংলাদেশ’। এর গল্প ভাবনা শাহনূরের নিজের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads