• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
করোনায় আক্রান্ত কর্নিয়ার পরিবার

ছবি : সংগৃহীত

শোবিজ

করোনায় আক্রান্ত কর্নিয়ার পরিবার

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ অক্টোবর ২০২০

জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়ার পরিবারের চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কর্নিয়ার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

কর্নিয়া বলেন, ‘মন ভালো নেই। পরিবারের চারজন করোনায় আক্রান্ত। করোনায় আক্রান্ত হয়েছেন আমার শ্বশুর-শাশুড়ি, স্বামী ও ভাবি।’

এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে কর্নিয়া লিখেছেন, তার পরিবার কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে। এ জন্য গত দুই সপ্তাহ তার ইউটিউবের লাইভ অনুষ্ঠানটি করতে পারছিলেন না। অনেকে জানতে চেয়েছেন, কবে আবার লাইভ করবেন। তিনি জানান, করোনামুক্ত হয়েই তিনি জানিয়ে দেবেন আপডেট। পরিবারের জন্য দোয়া চান কর্নিয়া।

জাকিয়া সুলতানা কর্নিয়া ২০১২ সালে অসুষ্ঠিত চ্যানেল নাইনের পাওয়ার ভয়েসে প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিলেন। এরপর মিক্সড, ডুয়েট অ্যালবামসহ চলচ্চিত্রে প্লেব্যাক করে চলেছেন।

হালের জনপ্রিয় সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া। কণ্ঠের জাদুতে মুগ্ধ করে যাচ্ছেন শ্রোতাদের। স্টেজ শো, অডিও প্লেব্যাক আর টিভি লাইভ প্রোগ্রাম সব মিলিয়ে ব্যস্ত সময় অতিক্রম করছেন বাংলাদেশের সংগীতাকাশের এই উজ্জ্বল তারকা। নিয়মিত লাইভ কনসার্টে মঞ্চ মাতানো শিল্পী কর্নিয়ার শুভ জন্মদিন আজ। ১৯৮৯ সালের ৮ মে বাবা আবু বকর ও মা সেলিনা আক্তারের ঘর আলো করে জন্ম নেন তিনি। মাগুরায় জন্ম নেওয়া শিল্পী কর্নিয়ার পৈতৃক নিবাস ঝিনাইদহে।

বাবার চাকরি সূত্রে জন্মের পরপরই ঢাকায় আসা হয় কর্নিয়ার। বিএএফ শাহীন স্কুল থেকে মাধ্যমিক, আইডিয়াল কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন জাকিয়া সুলতানা কর্নিয়া। ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি যে কাজটি কর্নিয়া নিয়মিত করে আসছেন, তা হলো গান শেখা। ভর্তি হন ছায়ানটে। তারপর ওস্তাদ সঞ্জীবদের কাছে ক্লাসিকসহ সব ধরনের গানের তালিম নিয়েছেন।

২০০৯ সাল থেকে স্টেজ শো করছেন কর্নিয়া। তবে তার পরিচিতি তৈরি হয় ২০১২ সালে টেলিভিশনে একটি রিয়েলিটি শোতে দ্বিতীয় হবার পর থেকে। ছোটবেলায় পাইলট হবার ইচ্ছা থাকলেও মায়ের ইচ্ছাতেই শিল্পী বনে গেছেন তিনি । প্রচুর পরিমাণে লাইভ অনুষ্ঠানে গাইলেও সব সময় লাইভে সুরে গাওয়াটা তার কাছে খুব কঠিন বলে মনে হয়। চলচ্চিত্রের জন্য আইটেম গান গেয়েছেন তিনি আর সেরকম গানের অফারই পান বেশি। সবকিছু ছাপিয়ে মঞ্চে পারফর্ম করার ব্যাপারেই আগ্রহ তার বেশি। লাইভ কনসার্ট নিয়েই এখন যত ব্যস্ততা এ শিল্পীর । ঢাকা এবং ঢাকার বাইরে নিয়মিত শো করছেন।

কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া নিয়মিত গান প্রকাশ করে আসছেন। এর মধ্যে বেশকিছু গান দ্বৈতকণ্ঠে গেয়েছেন আসিফের সঙ্গে। গানগুলো দর্শক-শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে। এ ধারাবাহিকতায় অডিও, নাটক এবং প্লেব্যাক মিলিয়ে বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। আসিফ আকবর ও কর্নিয়া জুটির প্রথম গান ‘কি করে তোকে বোঝাই’ প্রকাশিত হয় ২০১৭ সালের আগস্টের শেষের দিকে। প্রকাশের পর গানটি শ্রোতা মহলে যেমন সাড়া ফেলে, তেমনি ভিডিওতে এই জুটির রসায়ন প্রশংসিত হয়।

প্রযোজনা প্রতিষ্ঠান সিডি ভিশন মিউজিকের ব্যানারে বাজারে এসেছে কর্নিয়ার ‘উড়ো উড়ো মন’ শিরোনামের গান। এর কথা লিখেছেন সজীব শাহরিয়ার। সুর-সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। জুয়েল মোর্শেদের সঙ্গে ‘তুই তুকারি’ শিরোনামে একটি দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন কর্নিয়া। অনুরূপ আইচের লেখা কর্নিয়ার ‘মেঘ বলেছে’ গানটির সুর করেছেন নাজির মাহমুদ এবং সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ। রাজকন্যা নামে একটি সিনেমাতে গান করেছেন কর্নিয়া। গানের শিরোনাম ‘যদি আসো একটু কাছে’। কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর-সংগীতায়োজনে প্রমিত কুমার বাড়ৈ। সিনেমাটি পরিচালনা করছেন রাজু চৌধুরী ও শাহীন।

কর্নিয়ার মতে, প্রত্যেকটা শিল্পীরই কিছু না কিছু স্বপ্ন থাকে। সে রকম আমারও একটা স্বপ্ন আছে। আমি চাই আমি যখন বুড়ো হয়ে যাব, তখন যেন অনেকের মনে আমার গাওয়া গানগুলো গেঁথে যায়। আমার গানশুনেই যেন মানুষ নির্দিষ্ট করে বলেতে পারে, ‘হ্যাঁ, এটা তো কর্নিয়া আপুর গান।’ যখন বুড়ো হয়ে যাব তখন দেখব মানুষ আমার গানগুলো কভার করছে। তখন দেখব মানুষ আমার গানগুলো গাচ্ছে। এই তো, এতটুকুই আমার স্বপ্ন। কিন্তু তত দূর যেতে পারব কি না জানি না।

নিজেকে এক দারুণ সফ্ট মেলোডিয়াস কণ্ঠশিল্পী হিসেবে ইতোমধ্যে দেশ বিদেশের সকল সংগীত ভক্তদের মনে স্থান করে নিয়েছেন কর্নিয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads