• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

শোবিজ

শাওন-সারিকার ‘তোমাকে দিয়ে কিছু হবে না’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০২০

ছোট পর্দার অভিনেতা সৈয়দ জামান শাওন ও অভিনেত্রী সারিকা সাবা জুটি বেঁধে এরইমধ্যে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি আবার জুটি বেঁধেছেন ‘তোমাকে দিয়ে কিছু হবে না’ শিরোনামের একটি একক নাটকে। এম এস মদিনা মেটাল নিবেদিত রাসেল আজমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাহরিয়ার রহমান। প্রযোজনা করেছেন মোহাম্মদ মাহবুব খান।

সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারণ হয়েছে। শাওন-সারিকা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), হারুন অর রশিদ, আসমা শিউলী, আল আমিন সবুজ, ইমরান হাসু, ইরান তালুকদার, আকাশ আমীর খান ও লাভলী লিপি।

নাটকটি প্রসঙ্গে শাওন বলেন, ‘নাটকের গল্পটি সমসাময়িক তরুণ যুবসমাজের দর্পণ। পারিবারিক বন্ধুদের বেড়ে উঠার গল্প দর্শক দেখতে পাবেন। নাটকের নামের সঙ্গে প্রতিটি তরুণই পরিচিত। প্রত্যেক সন্তানকেই তাদের জীবনে ‘তোমাকে দিয়ে কিছু হবে না’ কথাটি শুনতে হয়েছে। এই গল্পে প্রতিনিয়ত বাবার কাছ থেকে কথাটি শুনতে হয়েছে। একটা সময় নিজেও বিশ্বাস করি, আমাকে দিয়ে কিছু হবে না।’

তিনি আরো বলেন, ‘চমৎকার একটি গল্প। আমার বিশ্বাস দর্শক নাটকটি পছন্দ করবে। বর্তমানে পারিবারিক গল্প থেকে আমরা হারিয়ে যাচ্ছি। শ্রদ্ধেয় পরিচালক, প্রযোজক, লেখক ভাইবোনদের কাছে আবেদন, বাজেটের দোহাই দিয়ে গল্প থেকে বাবা মা-কে মেরে ফেলবেন না কিংবা গ্রামে পাঠাবেন না! আমরা টেস্ট টিউব বেবি না ভাই!’

সারিকা বলেন, ‘শাহরিয়ার রহমানের পরিচালনায় প্রথমবার কাজ করলাম। পারিবারিক গল্পের একটি নাটক। এ সময়ে পারিবারিক নাটক কম হচ্ছে। সবার কাছে অনুরোধ থাকবে, পারিবারিক নাটক নির্মাণ করার জন্য। এ নাটকের গল্পটি খুবই ভালো লেগেছে। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’

শাহরিয়ার রহমান বলেন, ‘বর্তমানে পরিবারিক গল্পের নাটক কম নির্মাণ হচ্ছে। তবে এই নাটকটির মাধ্যমে পরিবারের গল্প ফুটে ওঠবে। এর বেশিকিছু এখনই বলা যাবে না। পুরো বিষয়টি জানতে নাটকটি দেখার জন্য দর্শককে অপেক্ষা করতে হবে। খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads