• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
‘রাত জাগা ফুল’-এর প্রতীক্ষায় মীর সাব্বির

সংগৃহীত ছবি

শোবিজ

‘রাত জাগা ফুল’-এর প্রতীক্ষায় মীর সাব্বির

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০২০

বাংলাদেশের টিভি চ্যানেলের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির। অসংখ্য টিভি নাটক টেলিফিল্মে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে একজন মেধাবী অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। একজন শক্তিমান অভিনেতা হিসেবে মীর সাব্বিরের জনপ্রিয়তা আকাশচুম্বী। পাশাপাশি নির্মাণেও তিনি বেশ মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। ছোটপর্দার গণ্ডি ছাড়িয়ে বড়পর্দায় নতুন পরিচয়ে পরিচিত হয়েছেন এ তারকা। সম্প্রতি প্রথমবারের মতো সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের কাজ শেষ করেছেন তিনি।  যা নিয়ে খুবই উচ্ছ্বসিত তিনি। বলেন, আমি অনেকবারই বলেছি ‘রাত জাগা ফুল’ আমার স্বপ্নের একটি প্রকল্প। সেই সঙ্গে চলচ্চিত্রটি নির্মাণ হচ্ছে সরকারি অনুদানে। ফলে আমার দায়-দায়িত্ব আরো বেড়ে গিয়েছিল। এর মাঝে আবার করোনাভাইরাসের হানা। সবকিছুকে উতরে ছবির শুটিং শেষ করেছি, সেজন্য একটা ভালো লাগা কাজ করছে। এখন পোস্ট প্রডাকশনের কাজ চলছে। এ মাসের মধ্যেই পোস্ট প্রডাকশনের কাজ শেষ হবে। এরপর আনুষঙ্গিক আরো কিছু কাজ আছে, সেগুলো সম্পন্ন করে চলচ্চিত্রটি খুব শিগগিরই মুক্তি দেওয়ার ইচ্ছে আছে। দর্শক যদি চলচ্চিত্রটি পছন্দ করেন, সামনে আরো কিছু প্রজেক্ট নিয়ে আগাতে চাই।

ছবির বিষয়বস্তু সম্পর্কে সাব্বির বলেন, ‘অন্ধকারের মধ্যে যেমন ফুল ফোটে, ঠিক তেমনি আমাদের সমাজের অন্ধকার দূর করতে কিছু মানুষ এগিয়ে আসে। এটাই মূলত আমার গল্পের মূল বিষয়বস্তু। এই চলচ্চিত্রটির সহকারী প্রযোজক হিসেবে আমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড’কেও যুক্ত করেছি। দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, আবু হোরায়রা তানভীর, ঐশীসহ আরো অনেকেই ‘রাত জাগা ফুল’-এ অভিনয় করেছেন।

করোনার মধ্যে বেশ কয়েকটি চিত্রনাট্য লিখেছেন এ তারকা। এর মধ্যে ‘মাকড়সা’ শিরোনামে একটি ধারাবাহিক নাটকের চিত্রনাট্যের কাজ শেষ করেছেন। শিগগিরই এই ধারাবাহিকটি নির্মাণে হাত দেবেন। তবে এই ধারাবাহিক নির্মাণের আগে ‘রাত জাগা ফুল’-এর কাজ শেষ করবেন মীর সাব্বির।

বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘বাকের খনি’, ‘দাদো’, ‘পণ্ডিতের আখড়া’, ‘ফরেন ভিলেজ’, ‘জ্ঞানীগঞ্জের পণ্ডিতেরা’, ‘করপোরেট ভালোবাসা’। ‘ফরেন ভিলেজ’ ধারাবাহিকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। যেখানে বিদেশে যাওয়ার যে প্রতিবন্ধকতা রয়েছে তা গল্পে দর্শক দেখতে পারবেন। অন্যান্য ধারাবাহিক থেকে একেবারে আলাদা এটি। গল্পেও ভিন্ন ধাঁচের বার্তা দেওয়া আছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।

তিন শতাধিক নাটকে অভিনয় করা এ শিল্পী বর্তমানে অভিনয়ের পাশাপাশি পরিচালনা নিয়েও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। পরিচালনার বিষয়ে এ তারকা জানান, আমার তিন শতাধিক নাটকে কাজ করা হয়েছে। আমি অভিনয় যেমন মনোযোগ ও ভালোবাসার সঙ্গে করি, পরিচালনার কাজটিও সুন্দরভাবে করার চেষ্টা করি। সৃজনশীল কাজে ভালোবাসা থাকতেই হয়। নিজে একটু কাজ করে বাকিটুকু কারো ওপর চাপিয়ে দিয়ে সরে যাই না।

মীর সাব্বির অভিনীত প্রথম নাটক ছিল বিটিভিতে প্রচারিত ‘পুত্র’। ২০০২ সালে অনন্ত হীরা পরিচালিত ‘বিষকাঁটা’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। মীর সাব্বির চন্দন রায় চৌধুরীর নির্দেশনায় ‘কী জাদু করিলা’ সিনেমায় অভিনয় করেছিলেন পপির বিপরীতে। এ তারকা মনে করেন, যে কেউ ইচ্ছা করলেই শিল্পী হতে পারে না। মানুষের যে ভালোবাসা এবং যশ ও খ্যাতি এসব আল্লাহপ্রদত্ত। সৃষ্টিকর্তা ও বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মীর সাব্বির।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads