• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
নায়ক থেকে গায়ক ফেরদৌস

সংগৃহীত ছবি

শোবিজ

নায়ক থেকে গায়ক ফেরদৌস

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১০ ডিসেম্বর ২০২০

প্রথমবারের মতো গান গাইলেন দুই বাংলার অন্যতম নায়ক ফেরদৌস। ইমরান মাহমুদুলের সুর-সংগীতে এতে ফেরদৌসের সহশিল্পী হিসেবে কণ্ঠ দেন দিলশাদ নাহার কণা। ‘তুমি কাছে এলে’ শিরোনামের গানটি রচনা করেছেন রবিউল ইসলাম জীবন।

ইমরান জানান, ১০ ডিসেম্বর রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠেয় ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ মঞ্চের অন্যতম চমক হিসেবে ফেরদৌস-কণা এই গানটি পারফর্ম করবেন। গানটির রেকর্ড হয় মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে ইমরানের স্টুডিওতে।

ফেরদৌসের গান গাওয়া প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘গাওয়ার প্রস্তাব দেওয়ার পর প্রথমে ফেরদৌস ভাই একটু ঘাবড়ে যান। বলেন, আমি কেমন করে গান করব। এরপর ভাইকে বুঝিয়ে বললাম, আপনার মতো করেই গানটি করেছি। চেষ্টা করলেই গাইতে পারবেন। তা ছাড়া এটা একটা চমক হবে, মজা হবে। এই শোকে ঘিরে আমি আর নুসরাত ফারিয়াও গান করেছি। এভাবে বলার পর ফেরদৌস ভাই রাজি হলেন।’

কেমন গাইলেন ফেরদৌস? জবাবে সংগীত পরিচালক ইমরান বলেন, ‘আমি যতটা আশা করেছি তার চেয়ে ভালো গেয়েছেন ফেরদৌস ভাই। সঙ্গে কণা আপু ভালোই কাভার করেছেন। আমি বলব, এটা একটা কোলাবরেশন। অ্যাওয়ার্ড মঞ্চে ফিল্ম অ্যান্ড মিউজিক এক্সচেঞ্জ। সবচেয়ে বড় কথা, মঞ্চে আমার তৈরি দুটো গান নিয়েই রয়েছে বড় পরিকল্পনা।’

১৯৯৮ সালের রোজার ঈদে বিটিভিতে প্রদর্শিত হয়েছিল বাসু চ্যাটার্জি পরিচালিত ফেরদৌস অভিনীত সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। এই সিনেমায় অজিত চরিত্রে অভিনয় করে সেই সময় সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছিলেন ফেরদৌস। শুধু তাই নয়, ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাতে অভিনয় করেই তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তবে তারও আগে তিনি ছটকু আহমেদের নির্দেশনায় ‘বুকের ভেতর আগুন’ সিনেমায় প্রয়াত সালমান শাহর স্থলাভিষিক্ত হয়ে অভিনয় করেন। চলচ্চিত্রে পেশাগতভাবে তার পথচলা শুরু হয় ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। সেই হিসেবে সিনেমায় অভিনয়ের ফেরদৌস ২২ বছর সময় পার করছেন। টানা ২২ বছর ধরে বলা যায় প্রায় একই রকম জনপ্রিয়তা নিয়ে অভিনয় করে যাচ্ছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়ক। দীর্ঘদিনের পথচলা প্রসঙ্গে ফেরদৌস বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোভাবে এখনো কাজ করে যাচ্ছি।

আজ এই সময়ে এসে বলতেই হয় যাদের কথা তারা হচ্ছেন ছটকু আহমেদ, বাসু চ্যাটার্জি, বিবি রাসেল, অঞ্জন চৌধুরী, দিলীপ বিশ্বাস, হাবিবুর রহমান, সানোয়ার মোর্শেদ, বিবি রাসেল, আমার পরিবার, আমার বাবা মা, স্ত্রী এবং আমার দুই সন্তানের কথা। নায়িকাদের মধ্যে মৌসুমীর কথা বিশেষভাবে বলতেই হয়। অবশ্যই শাবনূর, পপি, পূর্ণিমা, ঋতুপর্ণা এবং প্রিয়াংকার নাম আসে। কৃতজ্ঞ আমার সকল সহশিল্পী, সিনেমাটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, প্রযোজক, নতুন নতুন পরিচালক, প্রোডাকশন বয়, সংগীতশিল্পী, সংগীত পরিচালকসহ আমার সকল সাংবাদিক ভাই-বোনের প্রতি। সেইসঙ্গে কোটি কোটি ভক্ত-দর্শকের কাছেও কৃতজ্ঞ। কারণ তাদের কারণেই আমি আজকের ফেরদৌস। সত্যি বলতে কী চলচ্চিত্র একটি পরিবার। তাই পরিবারের সবার সহযোগিতায়ই কিন্তু আমি আজকের ফেরদৌস। ‘হঠাৎ বৃষ্টি’র পর ফেরদৌস সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘গঙ্গাযাত্রা’, মুশফিকুর রহমান গুলজারের ‘কুসুম কুসুম প্রেম’ এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘এক কাপ চা’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। তার অভিনীত প্রিয় আরো বেশ কয়েকটি সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- হিন্দি সিনেমা ইকবাল দুররানীর ‘মিট্টি’, দেশের ছবি একে সোহেলের ‘খায়রুন সুন্দরী’, মৌসুমীর ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, শাহ আলম কিরণের ‘চুড়িওয়ালা’, তমিজ উদ্দিন রিজভীর ‘জবাবদিহি’। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads