• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
নতুন বিজ্ঞাপনে ফেরদৌস

সংগৃহীত ছবি

শোবিজ

নতুন বিজ্ঞাপনে ফেরদৌস

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০২১

বিবি রাসেলের সঙ্গে মডেল হিসেবে কাজ দিয়েই মিডিয়া ক্যারিয়ার শুরু করেন চিত্রনায়ক ফেরদৌস। পরে চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। পুরো অভিনয় জীবনের ফাঁকে ফাঁকে একাধিকবার স্থিরচিত্রের মডেলও হয়েছেন বিভিন্ন পণ্যের প্রচারণার জন্য। কিন্তু প্রথমবার ভিডিও মাধ্যমে দেশীয় একটি পণ্যের প্রচারণা শুরু করছেন এই চিত্রনায়ক। প্রভিডেন্স নামের একটি দেশীয় অনলাইন ফ্যাশন হাউসের পাঁচটি বিজ্ঞাপনের কাজ এরই মধ্যে শেষ করেছেন তিনি। ফ্যাশন হাউসটি মূলত ছেলেদের পোশাক প্রস্তুত করে বাজারজাত করবে। ছেলেদের সব ধরনের পোশাক, জুতো, ব্লেজার, ঘড়ি, বেল্ট, ব্যাগসহ সব পণ্য এই প্রতিষ্ঠানটি দেশেই উৎপাদন করে বিক্রি করবে। শুধু বিজ্ঞাপনই নয় প্রথমবার এই প্রতিষ্ঠানের মাধ্যমে শুভেচ্ছাদূতও হয়েছেন ফেরদৌস। এ প্রতিষ্ঠানের সঙ্গে কেন কাজ করতে আগ্রহী হলেন তিনি সে প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘ইউরোপিয়ান মার্কেটে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত করে আসছে। যেহেতু তাদের পণ্য মেড বাই বাংলাদেশ, তাই এই উন্নত মানের পণ্য বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এখন অনলাইনে তাদের কার্যক্রম শুরু হয়েছে। তাই আমি প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছি। আমার কর্মজীবনে এ রকম কোনো কাজ আগে করিনি। দেশকে প্রতিনিধিত্ব করার পরিকল্পনা নিয়ে প্রভিডেন্স প্রতিষ্ঠানটি কাজ শুরু করছে। আশা করছি শিগগিরই পণ্যটির ভিন্নধর্মী প্রচারণায় আমাকে দেখতে পাবেন সবাই।

অভিনয় ক্যারিয়ার নিয়ে নিজের ভাবনা নিয়ে ফেরদৌস বলেন, আমার ক্যারিয়ারটাকে নিজের মতো করেই এগিয়ে নিয়ে যাচ্ছি। এরপর একটা সময় একই ধরনের কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। একই ধরনের নাচ, গান আর মারামারি। মনে হয়েছিল এর বাইরে গিয়ে আমার একটু কাজ করা উচিত। এখন ভিন্ন ধরনের ছবিতে কাজ করছি। এগুলো মুক্তি পেলে দর্শকরা নতুন এক ফেরদৌসকে দেখতে পাবেন।

বয়স বাড়ছে এটা কখনো মনে হয়, এমন প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, এটা মনের বিষয়। এভাবেই মেনে নিয়েছি। তাই বয়স বাড়ার কারণে কিছু মনে হয় না। তবে মাঝেমধ্যে মনে হয়, সময় যেভাবে দৌড়ে যাচ্ছে, আমি কি সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারছি? এ ছাড়া বাকি সব ঠিক আছে।

হঠাৎ বৃষ্টি সিনেমায় অনবদ্য অভিনয় করে আজ থেকে দুই দশক আগে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস। পরে আরো তিনটি সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি। ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার আবারো পান ফেরদৌস আহমেদ। তার সমসাময়িক কোনো নায়কই পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত অটিজমের ওপর নির্মিত ছবিতে অভিনয়ের জন্য ফেরদৌস পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

দেশে সিনেমা হল কমে যাওয়ার কারণে সিনেমা নির্মাণও এখন অনেক কমে গেছে। সংখ্যাগত দিক দিয়ে হিসাব করলে ফেরদৌসের হাতে সিনেমা কম। কিন্তু মানসম্পন্ন সিনেমা যেটাকে আমরা ভালো সিনেমা হিসেবে আখ্যা দিয়ে থাকি সেই সিনেমাই করছেন ফেরদৌস এখন। যেহেতু সিনেমা নির্মাণের সংখ্যা অনেক কমে গেছে, তাই ফেরদৌস সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা, বিভিন্ন স্টেজ শোতে উপস্থাপনার কাজ নিয়েও বেশ ব্যস্ত রয়েছেন। ফেরদৌস ‘গঙ্গাযাত্রা’, ‘এককাপ চা’, ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমার জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads