• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
শোবিজের তারা

সংগৃহীত ছবি

শোবিজ

শোবিজের তারা

  • প্রকাশিত ২১ মার্চ ২০২১

শোবিজের চলমান সময়ের আলোকিত এবং সেই সঙ্গে আলোচিত এক নাম মেহজাবীন চৌধুরী। টিভি নাটকে মুগ্ধতা ছড়ানো এক ‘তারা’ বলা যেতে পারে তাকে। রোমান্টিক কিংবা একক নাটকের ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য তার। শুধু কী তাই? এ সময়ের টিভি নাটকের সবচেয়ে বেশি পারিশ্রমিক এখন মেহজাবীনের। যার অনবদ্য অভিনয়ে দর্শক হাসেন, কাঁদেন আবার রোমাঞ্চিতও হন। এ অভিনেত্রীর হাসিতে যেমন মুক্তা ঝরে, তেমনই তার আবেগের সঙ্গে দর্শক মিলেমিশে একাকার হয়ে যান। এজন্য তাকে ইমোশন কুইনও বলেন অনেকে। বিশেষ করে ‘বড় ছেলে’ নাটকে তার অভিনয়ে কাঁদেনি এমন দর্শক হয়তো নেই। এ নাটকটি তাকে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা এনে দিয়েছে। মূলত, এই নাটকের পর থেকে টিভি নাটকে তার চাহিদা আরো একধাপ বেড়ে যায়। বলা চলে সেই থেকে হাত বাড়ালেই সাফল্যের দেখা পাচ্ছেন তিনি-যা এখনো বহমান। ব্যর্থতার গ্লানি থেকে বেশ খানিকটা দূরেই আছেন তিনি। ব্যর্থতা তাকে আজো ছুঁতে পারেনি।

আলোচিত এ অভিনেত্রীর নাটক মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। শুধু তরুণ প্রজন্মই নয়, সবশ্রেণির দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এই অভিনেত্রী। নিয়মিত নাটক না দেখা দর্শকরাও আয়েশ করে বসেন মেহজাবীনের অভিনয়ের কারিশমা দেখতে। তাকে ছাড়া টেলিভিশন নাটক প্রায় অচলই বলা চলে। বিশেষ করে একক নাটকে তিনি অতুলনীয়। বছরের বিশেষ দিবসের নাটকে মেহজাবীনের শিডিউল মেলাতে বেশ বেগ পেতে হয় নির্মাতাদের। অনেকেই তার শিডিউল না পেয়ে বাধ্য হয়ে বিকল্প চিন্তা করেন। গত ভালোবাসা দিবসে তার অভিনীত ১২টি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। এরই ধারাবাহিকতায় মেহজাবীন সমপ্রতি ব্যস্ত হয়ে পড়েছেন ঈদের নাটকে। টানা কয়েক বছরের মতো হয়তো এবারো ঈদের সর্বাধিক নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে। মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমি দর্শকদের সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী কাজের চেষ্টা করছি। সংখ্যায় নয়, ভালো কাজের দিকেই আমার মনোযোগ। অল্প কাজ দিয়েও দর্শকের ভালোবাসা পাওয়া যায়। নতুন বছরেও এ ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছি।’ তিনি আরো বলেন, ‘গল্পের পাশাপাশি আমার চরিত্রটি কেমন তা সবার আগে দেখি। দর্শকের মনে নাটকটি কতটুকু দাগ কাটতে পারে তাও বিবেচনা করি। বর্তমানে গ্ল্যামারাস চরিত্রের বাইরে ভিন্ন ধরনের চরিত্রেও অভিনয় করছি। আমি মনে করি, বিভিন্ন ধরনের চরিত্রের মধ্য দিয়েই একজন শিল্পীকে এগিয়ে যেতে হয়। ২০২০ সাল কারো জন্যই ভালো যায়নি। কয়েক মাস করোনার কারণে সবাইকে ঘরবন্দি থাকতে হয়েছে। নতুন বছরে এ অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’

 বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে বারবার প্রমাণ করেছেন মেহজাবীন। কখনো প্রেমিকা, কখনো ভিখারি, গার্মেন্টস শ্রমিক, পাগলি, বয়স্কানারী, প্রতিবাদী চরিত্রসহ অসংখ্য চরিত্রে নিজেকে মেলে ধরেছেন। ছড়িয়েছেন অভিনয়ের মুগ্ধতা। তারপরেও করা হয়নি এমন অনেক চরিত্র আছে-যা জানালেন তিনি। মেহজাবীন বলেন, ‘নাটকে এখনো অনেক ধরনের ক্যারেক্টার করা বাকি আছে। সেগুলো আগে করতে চাই। অপেক্ষায় আছি, সেই সব চরিত্রগুলো নিয়ে।’

এই অভিনেত্রী নাটকে জুটি বেঁধেছেন প্রায় সব ছোটপর্দার নায়কের বিপরীতে। অপূর্বর ও আফরান নিশোর সঙ্গে বেশি কাজ করলেও প্রত্যেকের সঙ্গে তিনি মানানসই। তবে প্রিয় বন্ধু কিংবা সহশিল্পী নিয়ে কোনো মন্তব্য করেননি। এ নিয়ে তিনি বলেন, ‘আমার প্রিয় বন্ধু মিডিয়ার কেউ নন। আর মিডিয়ায় আমার প্রিয় বন্ধু সবাই। সহশিল্পী হিসেবে যখন যার সঙ্গে কাজ করি তখন তাকেই কাছের মনে হয়েছে। সবাই আমার প্রিয়। সবার সঙ্গে কাজ করতেই আমার ভালো লাগে।’

নাটকের মান নিয়ে প্রায়ই বিভিন্ন কথা শোনা যায়। বাজেট, গল্প নির্মাণে দুর্বলতাসহ নানা অভিযোগে জর্জরিত টিভি নাটক। তবে শিল্পীরও কিছু করণীয় থাকে। এ নিয়ে মেহজাবীন বলেন, ‘চিত্রনাট্যে ভিন্ন ঘরানার চরিত্র থাকলে নাটকেও ভিন্ন চরিত্র আসবে। চিত্রনাট্য পছন্দ না হলে বড়জোড় কাজটি বাদ দিয়ে দেওয়া যায়। আমরা অনেক সময় চেষ্টা করি ছোট ছোট কিছু পরিবর্তন করে গল্পটিকে আরো ভালো করার। অন্য কোনো গল্পের সঙ্গে যেন এটা মিলে না যায় সেই চেষ্টা থাকে সব সময় আমাদের। নাটকের পুরো টিমেরই চেষ্টা থাকে একটা ভালো কিছু করার।’ নাটকের বাজেট নিয়ে মেহজাবীন বলেন, ‘নাটকে বাজেটের অত্যধিক গুরুত্ব। অনেক সময় বাজেটের কারণে নাটকের মান নির্ভর করে। অনেক সময় প্রেসার নিয়ে কাজ করতে হয়। অল্প সময়ে ভালো কাজের চেষ্টা করতে হয়। আর সম্ভাবনার শেষ নেই। অনেক সংকটের মধ্যেও কাজ করছি আমরা। দর্শকদের বিনোদন দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এই চেষ্টাটাই অনেক বড় ব্যাপার।’

অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝেই বড় বড় প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা যায় মেহজাবীন চৌধুরীকে। ব্যবসায়িক স্বার্থে বিভিন্ন কোম্পানি তার জনপ্রিয়তাকে কাজে লাগাতে চান। নাচেও দারুণ পারদর্শী মেহজাবীন চৌধুরী সিনেমায় আসবেন মেহজাবীন-ভক্তদের এমন প্রত্যাশা বহুদিনের। অনেকবার খবরও প্রকাশ হয়েছে তার সিনেমায় আসা নিয়ে। কয়েক মাস আগেও খবর প্রকাশ হয় ‘জায়া’ নামের একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন মেহজাবীন। খবরটি বেশ চমক তৈরি করেছিল। এ নিয়ে মেহজাবীন বললেন, আসলে ‘জায়া’ কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কিংবা ওয়েব ফিল্ম নয়। এটি একটি ওয়েব অরিজিনাল।’ তবে কি আলোচিত এ অভিনেত্রী চলচ্চিত্রে কাজ করবেন না? ভক্তরা কি তাকে দেখবেন না সিনেপর্দায়? এ নিয়ে মেহজাবীন বলেন, ‘সাত আট বছর ধরেই সিনেমাতে অভিনয়ের ডাক পাচ্ছি। আমার মনে হয়, আমি নাটক করছি আর নাটকেই বেশি সময় দেওয়া উচিত। ভবিষ্যতে সিনেমা করব কিনা সেটা এখনই বলা উচিত হবে না।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads