• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
জটিলতা কাটিয়ে সেন্সরে মৌসুমীর ‘হাডসনের বন্দুক’

সংগৃহীত ছবি

শোবিজ

জটিলতা কাটিয়ে সেন্সরে মৌসুমীর ‘হাডসনের বন্দুক’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ মার্চ ২০২১

টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী হামিদ বরাবরই নতুন নতুন চরিত্রের প্রতি আগ্রহী। কখনো পতিতা, কখনো চা-পান-বিড়ি বিক্রেতা, আবার কখনো নিজ এলাকায় চেয়ারম্যান কিংবা ডাকাত রানি ও লাঠিয়ালসহ নানা চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে প্রশংসিত হন তিনি। ছোট-বড় দুই পর্দাতেই তার বিচরণ। নানা জটিলতা কাটিয়ে দীর্ঘ সাত বছর পর সেন্সরে জমা পড়েছে তার অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘হাডসনের বন্দুক’। ২০১১-১২ অর্থবছরে সরকারি অনুদানের ‘হাডসনের বন্দুক’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন এই লাক্স তারকা। ২০১৪ সালে এ সিনেমার নির্মাণকাজ শুরু হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো এত দিন পরেও সিনেমাটি আলোর মুখ দেখেনি। নানা জটিলতা কাটিয়ে সম্প্রতি সেন্সর বোর্ডের কাঁচির নিচে সিনেমাটি।

প্রশান্ত অধিকারীর পরিচালনায় ‘হাডসনের বন্দুক’ সিনেমাটিতে মৌসুমী হামিদ ছাড়াও আরো অভিনয় করেছেন লুৎফুর রহমান জর্জ, অন্তু করিম প্রমুখ। সিলেটের জাফলং, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ঢাকার উত্তরা, ধানমন্ডিসহ বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে। মৌসুমী হামিদের সমসাময়িক অনেক মডেল অভিনেত্রী এরই মধ্যে বেশ ব্যস্ত শিল্পীতে পরিণত হলেও কেবল মৌসুমী হামিদের ক্ষেত্রেই অনেকটা ব্যতিক্রম দেখা যাচ্ছে। লাইম লাইটে আসার জন্য ছোট পর্দা থেকে বড় পর্দায় গিয়েও সুবিধা করতে পারেননি। বরং খোলামেলা পোশাক পরার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ কারণে মাঝখানে নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যম থেকেই দূরে সরে ছিলেন এই অভিনেত্রী। তবে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু সে আশাতেও গুড়েবালি। মৌসুমী হামিদের উচ্চতা বেশি হওয়ায় অনেক নির্মাতা তাকে নিয়ে কাজ করতে বিপাকে পড়ে যান। তার সঙ্গে অভিনয়ের জন্য একই মাপের উচ্চতার অভিনেতার দরকার হয়। কিন্তু আমাদের মিডিয়ার বেশি ভাগ অভিনেতার উচ্চতা মৌসুমী হামিদের চেয়ে কম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads