• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
গিভ অ্যান্ড টেক 

সংগৃহীত ছবি

শোবিজ

গিভ অ্যান্ড টেক 

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ মার্চ ২০২১

বিপাশা কবির। মিডিয়ায় আসেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরাদের তালিকায় নাম লিখিয়ে। শাহিন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের আইটেম গান দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। একে একে প্রায় ৫০টির বেশি ছবির আইটেম গানে নেচে রুপালি পর্দায় বিপাশা কবির পেয়েছেন আলাদা পরিচিতি। নায়িকা হিসেবে কাজ করেছেন ছয়টিরও বেশি সিনেমায়। সর্বশেষ বিপাশা কবির অভিনীত ও মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাষাণ’। বর্তমানে ‘গিভ অ্যান্ড টেক’ শিরোনামের ছবিতে চুক্তিবদ্ধ হয়ে শুটিং করছেন। নতুন এই ছবিতে বিপাশা কবির একজন নার্সের চরিত্রে অভিনয় করেছেন। বিপাশা বলেন, ‘নরমাল একটা ক্যারেক্টার হলেও চরিত্রটির মধ্যে। ভালো অভিনয় করার জায়গা আছে। এটা থ্রিলার লাভ স্টোরির গল্প। এখানে আমার সঙ্গে বাপ্পী চৌধুরী, অধরা খান আছে। গল্পে ট্রায়াংগেল লাভ স্টোরি আছে।’

এ ছাড়া সম্প্রতি নতুন আরো একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘সোলমেট’ শিরোনামের ছবিটি পরিচালনা করেছেন বাপ্পী খান।

এই ছবিতে অভিনয় প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘এই চলচ্চিত্রটির গল্প আমার ভীষণ ভালো লেগেছে। বাপ্পী খানের আগে নাটক নির্মাণ করেছেন। এটিই তার প্রথম চলচ্চিত্র। যে কারণে তারও কাজটির প্রতি ভীষণ আন্তরিকতা ছিল। টানা ১৬ দিনের কাজে যখন যেভাবে আমরা কাজ করতে চেয়েছি, পুরো ইউনিটই আসলে সেভাবেই সহযোগিতা করেছে। ছবিটি নিয়ে তাই আমি ভীষণ আশাবাদী।’

এ ছাড়া স্বল্পদৈর্ঘ্য একটি ছবিতেও এই অভিনেত্রী অভিনয় করেছেন। এটির নাম ‘দ্য নিউ নরমাল’। পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। অন্যদিকে টিভি অনুষ্ঠানেও নিয়মিত অংশ নিচ্ছেন বিপাশা কবির। এই অভিনেত্রীর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘খাস জমিন’, ‘পাষাণ’, ‘পোড়ামন’, ‘আড়াল’, ‘ক্রাইম রোড’, ‘বাজে ছেলে’ ইত্যাদি।

সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফরর্মে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ বোধ করেন বিপাশা কবির। বলেন,  ‘হ্যাঁ সিনেমার পাশাপাশিও আমি ওটিটি প্ল্যাটফরমে কাজ করছি। বর্তমানে ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম নাম করে অনেক কাজ হচ্ছে, যেগুলো কোয়ালিটিফুল না। ভালো গল্পের ভালো চরিত্র পেলে ওটিটি প্ল্যাটফরমে কাজ করতে আপত্তি নেই। তবে কোয়ালিটি ছাড়া কোনো কাজ করতে আমি আগ্রহী না। এগুলোতে কাজ করলে দর্শকরাই বলবে যে সে এটা কি কাজ করল! অনন্য মামুন ভাইয়ের ‘জার্নি’ সবাই পছন্দ করেছে। ‘আঘাত’ মুক্তি পেলে এটাও দর্শকরা পছন্দ করবেন বলে আমি আশা করি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads