• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
তানভীন সুইটির ‘ওভার টাইম’

সংগৃহীত ছবি

শোবিজ

তানভীন সুইটির ‘ওভার টাইম’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ মার্চ ২০২১

তানভীন সুইটি, বাংলাদেশের টিভি নাটক এবং মডেলিংয়ের অন্যতম একজন শিল্পী। মঞ্চের দাপুটে অভিনেত্রী হিসেবে তানভীন সুইটির গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু তার মঞ্চের সাফল্যগাঁথা খুব কম করেই আলোচনায় এসেছে। আলোচনায় এসেছে বারবার টিভি নাটকে তার অভিনয় কিংবা বিজ্ঞাপনে তার অনবদ্য উপস্থিতি। অথচ মঞ্চই তাকে আজকের সুইটিতে পরিণত করেছে। এরই মধ্যে তিনি পাড়ি দিয়েছেন অভিনয়ের তিন দশক। পেয়েছেন অগণিত মানুষের ভালোবাসা ও সম্মান।

টিভির পাশাপাশি প্রথমবার ওয়েব সিরিজে কাজ শুরু করছেন। এ বিষয়ে সুইটি বলেন, ‘ওয়েব সিরিজে অভিনয় আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। ওয়েব সিরিজের কাজের ধরনই আলাদা। অনেক যত্ন নিয়ে কাজটি হয়েছে। “ওভার টাইম” নামে সিরিজটির গল্প এবং আমার চরিত্র দুটিই বেশ আকর্ষণীয় হওয়ায় কাজ করছি। গল্পটি করপোরেট ভেতরকার কিছু বিষয় নিয়ে। আশা করছি এটি উপভোগ্য হবে।’ ওয়েব মাধ্যমের ভবিষ্যৎ সম্পর্কে এ তারকা বলেন, ‘ওয়েবের ভবিষ্যৎ উজ্জ্বল। এই প্ল্যাটফরমে শুধু দেশ নয়, দেশের বাইরেরও দর্শক থাকে। যে মাধ্যমেই হোক না কেন, ভালো কাজের দর্শক আছে। ভালো কাজ হলে সারা পৃথিবীর মানুষ দেখবে। আমরা কিছুদিন আগেও কোরিয়ান ওয়েব সিরিজ নিয়ে কথা বলতাম। আমেরিকা, ইরানসহ ইউরোপের অনেক দেশের কাজ দেখতাম। এখন সারা বিশ্বকে আমাদের নিজেদের কাজ দেখানোর সুযোগ এসেছে। নিজেদের শিল্প-সংস্কৃতি এখানে তুলে ধরা যাবে। এখন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যেতে চাই।’

বর্তমানে সুইটি অভিনয় করছেন জাহিদ হাসানের পরিচালনায় ‘পিছুটান’ নামের একটি ধারাবাহিকে। এ ছাড়া সুইটি অভিনীত নতুন একটি মেগা ধারাবাহিকের কাজ কিছুদিন আগে শুরু হয়েছে। অভিনয়ের বাইরে সময় দিচ্ছেন উপস্থাপনাতেও। ‘বউ-শাশুড়ি’ নামে নতুন একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। এপ্রিলে আরটিভিতে এর প্রচার শুরু হবে।

গুণী এই শিল্পীর মিডিয়াতে যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালে মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে। সেই বছর তিনি নাট্যদল ‘থিয়েটারের’ হয়ে প্রথম মঞ্চে অভিনয় করেন সৈয়দ শামসুল হকের গল্পে এবং আতাউর রহমানের নির্দেশনায় ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকে। এরপর সুইটি একে একে সেই সময়ের দর্শকপ্রিয় মঞ্চ নাটক ‘স্পর্ধা’, ‘কৃতদাস’, ‘তোমরাই’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘মেরাজ ফকিরের মা’, ‘মেহেরজান আরেকবার’সহ আরো বেশ কিছু মঞ্চ নাটকে অভিনয় করেন।

বিরতির পর মঞ্চে আবার অভিনয় করতে যাচ্ছেন সুইটি। বলেন, ‘নাটকটি আরো আগেই মঞ্চে আসার কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়েছে। মঞ্চ থেকে চাইলেও দূরে যেতে পারব না। অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে শোবিজ ও মঞ্চ দুটোকে মেনটেইন করে কাজ করছি। থিয়েটারের নতুন নাটক “যামিনী না যেতে”র মহড়া করছি। নির্দেশনা দিচ্ছেন রামেন্দু মজুমদার। সহযোগী নির্দেশক হিসেবে আছেন ত্রপা মজুমদার। নাটকটি ঈদের পর মঞ্চে আসবে বলে আশা করছি।’

টেলিভিশনে সুইটি প্রথম নাটকে অভিনয় করেন সালমান শাহর বিপরীতে ‘স্বপ্নের পৃথিবী’তে। আফজাল হোসেনের নির্দেশনায় তিনি প্রথম ‘ডায়মন্ড ব্র্যান্ড তেল’ বিজ্ঞাপনে মডেল হন। তার অভিনীত সিনেমা আবু সাইয়িদের ‘বাঁশি’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads