• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
এ সময়ের তাসনুভা তিশা

সংগৃহীত ছবি

শোবিজ

এ সময়ের তাসনুভা তিশা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১১ মে ২০২১

ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। মডেলিং দিয়ে শুরু করেছিলেন শোবিজ ক্যারিয়ার। এরপর তাকে দেখা গেছে নিয়মিত অভিনয়ে। এ মাধ্যমে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তিশা বলেন, আগের থেকে একটু কম কাজ করছি। এখন ভালো ভালো গল্পের কাজের দিকেই ঝুঁকছি। গল্প বুঝে কাজ করার চেষ্টা করছি যতটুকু সম্ভব। সব সময় ভালো গল্পের জন্য অপেক্ষায় থাকেন বলে উল্লেখ করেন তিশা। তিনি বলেন, বুঝেশুনে এখন পথ চলার চেষ্টা করছি। বলতে পারেন নিজেকে প্রমাণ করা যায় এমন গল্পের ও চরিত্রের কাজের পেছনে ছুটছি। কারণ গতানুগতিক কাজে আমি বিশ্বাসী না। এদিকে করোনার কারণে নাটকের বাজেট কমে গেছে। বাজেট কমার কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিল্পীদের, নাটকের বর্তমান অবস্থা নিয়ে এমনটাই মন্তব্য করলেন তিশা।

ব্যতিক্রমী নাটক কিছু বিস্মরণের নদীতে অভিনয় করেছেন তাসনুভা তিশা। নাটকে দেখা যায়, খাদিজা গার্মেন্টেসে চাকরি করে। বস্তির একটা ছোট্ট ঘরে আছিয়ার সাথে থাকে। তাদের এই জীবনে উটকো হিসেবে আসে আক্তার নামে এক গ্যারেজ মেকানিক। ভুল বোঝাবুঝিতে জীবনের এক নতুন অধ্যায় এসে ভর করে খাদিজার জীবনে। এক অতিন্দ্রীয় মৌনতা ছড়িয়ে আসে প্রেম। খাদিজা তবু সিদ্ধান্তহীনতার দোলাচলে দুলতে থাকে। আক্তার কি আসলেই ভালো মানুষ। নাকি পুরোটাই তার লোক দেখানো অভিনয়।

এমনই এক গল্পে নির্মিত হলো একক নাটক কিছু বিস্মরণের নদী। সিদ্দিক আহমেদ ও রোমেল রহমানের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন সিদ্দিক রহমান। অভিনয় করেছেন মনোজ কুমার, তাসনুভা তিশা, কাজী উজ্জ্বল, মনীষা শিকদার প্রমুখ।

সামনে ওটিটি প্ল্যাটফর্মে আরো কাজের ইচ্ছা প্রকাশ করেন তিশা। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো ওয়েব প্ল্যাটফর্মে তাল মিলিয়ে এগিয়ে যাবার জন্য আমাদের আরো সময় লাগবে। সহসাই অন্য দেশের কনটেন্টের মতো কিছু তৈরি করতে পারব বলে মনে হয় না। সম্প্রতি কয়েকটি ওয়েব সিরিজ নিয়ে সমালোচনা হবার পর এমনটি মনে হয়েছে। আমাদের দর্শকরা বাংলাদেশের শিল্পীদের সব রকম চরিত্রে দেখতে অভ্যস্ত হয়নি। যদিও তারা বাইরের ওয়েব প্ল্যাটফর্মের প্রায় সব কনটেন্ট দেখছে। নাটকের চেয়ে ওয়েব প্ল্যাটফর্ম আলাদা। দর্শক নাটকের শিল্পীদের ওটিটি প্ল্যাটফর্মে গ্রহণ করতে পারছে না। তাদের অভ্যস্ত হতে সময় লাগবে। তবে আমাদের দেশে ভালো কাজ হচ্ছে। অনেকে চেষ্টা করছে। সব মিলিয়ে আমরা ভালো অবস্থানে আছি। প্রায়ই গল্পনির্ভর কাজ প্রশংসিত হচ্ছে। কিন্তু ইউটিউব ভিউর দৌড়ে সেগুলো পিছিয়ে থাকছে। এ বিষয়ে তিশা বলেন, আমরাও ব্যাপারটি লক্ষ করেছি। যে কাজগুলো নিয়ে কথা বলতে আগ্রহ জাগে না সেগুলো ভিউ বেশি পাচ্ছে। অন্যদিকে গল্পনির্ভর কাজগুলোর ভিউ সে রকম হচ্ছে না। আমার জায়গা থেকে বলতে পারি বিষয়টি নিয়ে আমি চিন্তিত নই। ভিউ ব্যাপারটি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। একটা ভালো চিত্রনাট্য, একজন ভালো পরিচালক ও ভালো সহশিল্পী আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads