• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

শোবিজ

প্রচারের অপেক্ষায় ধারাবাহিক নাটক ‘ক্যাচাল’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর ২০২১

তরুণ নাট্য-নির্মাতা এস এম রুবেল রানা ১০৪ পর্বের দীর্ঘ ধারাবাহিকের প্রথম লটের কাজ শেষ করেছেন। নাম ‘ক্যাচাল’। নামের মতোই ধারাবাহিকটির বিভিন্ন চরিত্র। আর সেসব চরিত্রের ‘ক্যাচালে’ সুখী পরিবারে দুঃখ নেমে আসে। এসব চরিত্র রূপায়নে যেমন কুটিলতা এসেছে আর এই কুটিলতা সিনেমাটিক নিষ্ঠুরতাবিবর্জিত হাস্যরসে এগিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিকটি।

সমপ্রতি রাজধানীর উপকণ্ঠে পুবাইল ও আড়াই হাজারে শেষ হয় জাহিদ বাবুলের গল্পে ধারাবাহিক ‘ক্যাচাল’-র প্রথম লটের কাজ।

আতৈচি ভিশন ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ধারাবাহিকটিতে রওনক হাসান, ঊর্মিলা শ্রাবন্তী কর, আশিক চৌধুরী, তাকের স্বপন, অলিউল হক রুমি, আইনুন হক পুতুল, চাষি আরিফ, সেলিম রেজা, জামাল রাজা, তানিয়া ঋতু, শর্মী ইসলাম প্রমুখ অভিনয় করেছেন।

নাটকে দেখা যায়, চার ভাই এক বোনের অবস্থাসম্পন্ন সংসার। ভাইবোনদের সন্তান আদরে মানুষ করছে বড়ভাই জহর। খুঁতখুঁতের স্বভাবের কারণে বার বার পিছিয়ে যায় বড় ভাইয়ের বিয়ে। এতে করে আটকে যায় বাকিদের বিয়ে। বাড়িতে প্রতিটি ভাই একেক রকম বৈশিষ্ট্যের। একমাত্র বোন রুপসীর রান্নায় উদরপূর্তি করেন চার ভাই। ছোটভাইদের তীব্র প্রতিবাদের মুখে একসময় ছোটবোন রুপসীর বিয়ে দিয়ে নিজে বিয়ে করতে রাজি হয় জহর। সুযোগ পেয়ে বোনও ঘরজামাই রাখার শর্তে বিয়ে করে। জামাইয়ের নাম নজর আলী। নামের মতোই কূটিল তার চরিত্র। শর্তানুযায়ী এবার জহর বিয়ে করলো। দেবরদের সঙ্গে তার দারুণ সখ্য। তবে গহরের সঙ্গে ভাবটা একটু বেশি।

নিঃসন্তান চেয়ারম্যান তোরাব আলী। একমাত্র বোন আদুরীর নজর ওই চেয়ারম্যানের দিকে। জানতে পেরে বিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে তোরাব। অহংকারী তকমার কারণে পাত্র পাওয়া দায়। তবে সে কাজটি সহজ করে দেয় জহরের স্ত্রী। দেবর গহরের জন্য বুদ্ধি খাটিয়ে ঘরে আনে আদুরীকে। এভাবেই এগিয়ে চলে ধারাবাহিকটির কাহিনী। শিগগিরই ধারাবাহিকটি একটি বেসরকারি টেলিভিশনের পর্দায় দেখানো হবে বলে নির্মাতা এস এম রুবেল রানা জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads