• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
করোনায় হাসপাতালে সোহেল রানা

সংগৃহীত ছবি

শোবিজ

করোনায় হাসপাতালে সোহেল রানা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর ২০২১

চিত্রনায়ক-প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা করোনায় আক্রান্ত হয়েছেন। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার ছোটভাই চিত্রনায়ক রুবেল। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

রুবেল বলেন, ‌‌‘কয়েকদিন ধরে কাশিতে ভুগছিলেন তিনি (সোহেল রানা)। এরপর আরো অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ভর্তির পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে মাঝে মধ্যে অক্সিজেন সাপোর্ট লাগছে।’ 

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ওরা ১১ জন ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। এটি পরিচালনা করেন চাষি নজরুল ইসলাম। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে মাসুদ রানা ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার| ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads