• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

হুমায়ুন ফরীদির প্রয়াণ দিবস আজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি ২০২২

নান্দনিক অভিনয় নৈপুণ্যে হয়ে উঠেছিলেন ভার্সেটাইল অভিনয়শিল্পী কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি। অভিনয়গুণে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। মঞ্চ থেকে অভিনয় ক্যারিয়ার শুরু গুণী এ অভিনেতার। এরপর টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। হুমায়ুন ফরীদি মানেই যেন দারুণ কিছু।

‘৯০-এর দশকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। সৃজনশীল কর্মযজ্ঞের স্বীকৃতিস্বরূপ ‘মাতৃত্ব’ সিনেমার জন্য সেরা অভিনেতা শাখায় ২০০৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন হুমায়ুন ফরীদি। নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের ৪০ বছরপূর্তি উপলক্ষে তাকে সম্মাননা প্রদান করে।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- সন্ত্রাস, দহন, লড়াকু, দিনমজুর, বীরপুরুষ, বিশ্বপ্রেমিক, আজকের হিটলার, দুর্জয়, শাসন, আনন্দ অশ্রু, মায়ের অধিকার, আসামি বধূ, একাত্তরের যীশু, প্রাণের চেয়ে প্রিয়, কখনো মেঘ কখনো বৃষ্টি, প্রবেশ নিষেধ, ভণ্ড, অধিকার চাই, মিথ্যার মৃত্যু, ব্যাচেলর, শ্যামল ছায়া ও মেহেরজান প্রভৃতি।

২০১২ সালে ১৩ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান দাপুটে এই অভিনেতা। আজ তার দশম মৃত্যুবার্ষিকী। হুমায়ুন ফরীদির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংবাদমাধ্যম, ব্লগ, ফেসবুকে ভক্তরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন আজও। হুমায়ুন ফরীদি চলে গেলেও ভক্তের হৃদয়ে থেকে যাবেন আজন্ম কাল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads