• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

শোবিজ

জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ ফের স্থগিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ মার্চ ২০২২

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে দেয়া হাইকোর্ট রায় স্থগিত করেছেন চেম্বার আদালত।

আজ রোববার (৬ মার্চ) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান হাইকোর্টের রায় চার সপ্তাহের জন্য স্থগিত করে আদেশ দেন।চার সপ্তাহ পর ফুলকোর্টে এর শুনানি হবে।এই সময়ের মধ্যে সাধারণ সম্পাদকের চেয়ারে কাউকে না বসার জন্য বলা হয়েছে।

গত ২ মার্চ সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দেন হাইকোর্ট। ওইদিন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রায় দেন।রায়ের বিরুদ্ধে ৩ মার্চ আপিল আবেদন করেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

রায়ের পর সেদিন বিকেলেই এফডিসিতে গিয়ে শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন জায়েদ খান।এনিয়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এরপর গত শুক্রবার (৪ মার্চ )তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন জায়েদ খান।

জায়েদ খান ছাড়াও সেদিন শপথ নেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সুচরিতা ও অরুণা বিশ্বাস।

শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে সমিতির প্রথম কার্যনির্বাহী মিটিংয়ে অংশ নেন উপস্থিত সবাই।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন হয়। প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে ভোটে বিজয়ী ঘোষণা করা হয় জায়েদ খানকে। পরে জায়েদের বিরুদ্ধে ‘টাকা দিয়ে ভোট কেনা’সহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ। এমনকি এ পদে পুনরায় ভোটের দাবিও তোলেন।

নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে জায়েদ খানের পদ বা প্রার্থিতা বাতিল হবে কি না- সে বিষয়ে ৪ ফেব্রুয়ারি বিকেলে এফডিসিতে বসেন শিল্পী সমিতির আপিল বোর্ড। এরপর বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads