• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
কিয়ারার ‘গোবিন্দ নাম মেরা’

সংগৃহীত ছবি

শোবিজ

কিয়ারার ‘গোবিন্দ নাম মেরা’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৬ আগস্ট ২০২২

বিনোদন ডেস্ক

এই মুহূর্তে বলিউডের সবচেয়ে সফল অভিনেত্রীর একজন কিয়ারা আদভানি। গত কয়েক বছরে বক্স অফিসে তার মতো ধারাবাহিকভাবে সফল হয়েছেন কম অভিনেত্রী। কিয়ারা অভিনীত পাঁচটি ছবি বক্স অফিস থেকে আয় করেছে প্রায় ৯০০ কোটি রুপি। কিয়ারার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘যুগ যুগ জিও’ বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ১৩৫ কোটি রুপি আয় করেছে। কিয়ারা বলা যায় করণ জোহরের ধর্মা প্রোডাকশনের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন। ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিজ’-এ করণের পরিচালনায় অভিনয় করেই ব্যাপক পরিচিতি পান কিয়ারা। কদিন বাদেই মুক্তি পাবে তার ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমাটি। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। এরইমাঝে নতুন একটি সিনেমার শুটিং শুরু করার খবরে ভক্তদের মন ভালো করে দিলেন কিয়ারা।

জানা গেছে, আগামী মাসের শুরুতেই ‘সত্য প্রেম কী কথা’ সিনেমার শুটিং শুরু করবে তিনি। সিনেমাটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধবেন কিয়ারা। সিনেমাটিতে একেবারে নতুন লুকে হাজির হবেন তারা। মুম্বাইয়ে টানা এক মাস শুটিং শেষ করে পরবর্তীতে গুজরাটে দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেত্রী। নিজের এমন সাফল্যে বেশ উচ্ছ্বসিত কিয়ারা ভারতীয় গণমাধ্যমে জানান তিনি স্বপ্নের ভেতর আছেন। তিনি বলেন, ‘মনে হচ্ছে স্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছি। ক্যারিয়ারের একের পর এক সিনেমা হিট হবে ভাবতে পারিনি। আমার বিশ্বাস ‘গোবিন্দ নাম মেরা’ও দারুণ ব্যবসা করবে।’

এছাড়া সত্য প্রেম কী কথা নিয়ে এই অভিনেত্রী আরো বলেন, ‘একেবারেই ভিন্ন গল্প, ভিন্ন লুকে ধরা দেবো সিনেমাটিতে। দর্শকরা চিনতে পারবেন কি-না, সন্দেহ আছে। তাছাড়া কার্তিকের সঙ্গে আবার রোমান্স করতে মুখিয়ে আছি।’

কিয়ারার বলিউডযাত্রা অবশ্য এতটা মসৃণ ছিল না। ২০১৪ সালে মুক্তি পাওয়া প্রথম ছবি ‘ফাগলি’ ফ্লপ হয়। তিনি সাফল্য পান ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে। নীরজ পান্ডে পরিচালিত ছবিটি ২০০ কোটি রুপি ব্যবসার মাইলফলক স্পর্শ করে। অভিনেত্রীর ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্য আসে আলোচিত-সমালোচিত ‘কবির সিং’ দিয়ে। ২৭৮ কোটি রুপি আয় করে ছবিটি। এরপর কিয়ারা ঝড় তোলেন ধর্মার আরেক ছবি ‘গুড নিউজ’ দিয়ে। সে ছবিও ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করে।  টানা সাফল্যে একের পর এক নতুন ছবির প্রস্তাব পাচ্ছেন। ফলে সেভাবে সাফল্য উদ্‌যাপনের সুযোগই পাচ্ছেন না কিয়ারা। এ প্রসঙ্গে ২৯ বছর বয়সী অভিনেত্রী বলেন, ‘সাফল্য নিয়ে কথা বলার সময় নেই। প্রতিটি হিটের পরপরই আমাকে কাজে নেমে পড়তে হয়েছে। বলা যায়, আমি বসতেই পারিনি। হিট হওয়া কোনো ছবির পরেই একটুও বিশ্রাম বা উদ্‌যাপনের ফুরসত মেলেনি...কাজ আসছেই। এটা আমি উপভোগও করছি। যখন এতটা ভালোবাসা আর কাজ থাকে, তখন এটাই আমার উদ্যাপন।’ সামনে কিয়ারা অভিনীত ‘গোবিন্দ নাম মেরা’ ও ‘আরসি ফিফটিন’ ছবি দুটি মুক্তি পাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads