• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
অনুদানের সিনেমাতেই আটকা ফেরদৌস

সংগৃহীত ছবি

শোবিজ

অনুদানের সিনেমাতেই আটকা ফেরদৌস

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ আগস্ট ২০২২

দুই বাংলার অনেক ব্যবসা সফল সিনেমার নায়ক ফেরদৌস আহমেদ। বাণিজ্যিক সিনেমায় অভিনয় না করলেও একগুচ্ছ সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন এক সময়ের এই দর্শকপ্রিয় এ অভিনেতা। সিনেমাগুলো হচ্ছে আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’, হূদি হকের ‘১৯৭১ সেই সব দিন’, জেড এইচ মিন্টুর ‘ক্ষমা নেই’, মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’, শুদ্ধমান চৈতনের ‘দামপাড়া’, নূরে আলমের ‘রাসেলের জন্য অপেক্ষা’ ও শাহীনের ‘মাইক’।

আনজীর লিটনের কিশোর উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে অনুদানের সিনেমা ‘মানিকের লাল কাঁকড়া’। উপন্যাসটি বিখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনি নিয়ে লেখা হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। এতে ফেরদৌস একজন লেখকের চরিত্রে অভিনয় করছেন। তার চরিত্রের নাম মুহিত। এটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন অভিনেত্রী সোহানা সাবা। ফেরদৌসকে নিয়ে মুক্তিযুদ্ধের সময়কার একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে অনুদানপ্রাপ্ত অন্য একটি সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। সিনেমাটির মূল গল্প ভাবনা হূদি হকের বাবা প্রয়াত ডক্টর ইনামুল হকের। মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘ক্ষমা নেই’ আরেকটি সিনেমা। ২০২০-২১ অর্থবছরে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৬০ লাখ টাকা অনুদান পায় এটি। সিনেমাটিতে নায়ক ফেরদৌসকে দেখা যাবে একজন প্রফেসরের চরিত্রে। মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে আশির দশক পর্যন্ত সময়কালের গল্প উঠে আসবে এই সিনেমায়। অনুদানের আরেকটি সিনেমা ‘বিউটি সার্কাস’। একজন সার্কাস শিল্পীর জীবনের সুখ-দুঃখ নিয়ে নির্মিত হয়েছে। এতে জয়া আহসানের বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। কিছুদিন আগে ‘দামপাড়া’ নামের আরেকটি অনুদানের সিনেমায় কাজ শুরু করেছেন ফেরদৌস। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। মুক্তিযুদ্ধে পুলিশ কর্মকর্তাদের বীরত্ব ও আত্মত্যাগের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে এসপি শামসুল ইসলামের চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস। তার স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ভাবনাকে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠপুত্র শেখ রাসেলের জীবনের ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘রাসেলের জন্য অপেক্ষা’। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের গল্প অবলম্বনে এই সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে অনুদান পায়। ছবিটিতে নায়ক ফেরদৌস ছাড়াও থাকছেন বেশ কয়েকজন অভিনয়শিল্পী। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। ২০২০-২১ অর্থবছরে ছবিটি অনুদান পায়। এরই মধ্যে সিনেমাটির সিংহভাগ শুটিং শেষ হয়েছে।

অনুদানের এসব সিনেমা নিয়ে ফেরদৌস বলেন, আমি এমন কিছু কাজ করে যেতে চাই, যা মানুষের মনে দাগ কাটবে, যেগুলো আমাকে আজীবন বাঁচিয়ে রাখবে। অভিনয় ছাড়া বর্তমানে এ নায়ক উপস্থাপনা নিয়েও সময় কাটান। স্টেজ ও টেলিভিশন পর্দা-দুই মাধ্যমেই উপস্থাপনা করেন তিনি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads