• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
বড় পর্দায় থিতু হচ্ছেন টেলি-তারকারা

সংগৃহীত ছবি

শোবিজ

বড় পর্দায় থিতু হচ্ছেন টেলি-তারকারা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০১ সেপ্টেম্বর ২০২২

ছোটপর্দার অনেক তারকা এখন বড়পর্দায় স্থায়ী হতে যাচ্ছেন। অনেক তারকা আবার ছোটপর্দা আর বড় পর্দা দুটোতেও দাপটের সঙ্গে অভিনয় করছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তিনটি সিয়াম, চঞ্চল চৌধুরী ও মোশারফ করিম। চঞ্চল চৌধুরী ও মোশারফ করিম দুজনেই ছোটপর্দায় তুমূল জনপ্রিয়। এরপরে তারা ওয়েবফিল্ম বা ওয়েবসিরিজেও নিজেদের অভিনয় দিয়েও তুমূল জনপ্রিয়তা অর্জন করেছেন। তারা এখন বড়পর্দায় এতটাই চাহিদাসম্পন্ন তারকা হয়ে উঠেছেন যে, একান্ত নিরুপায় হয়েই হয়তো এখন তাদের ছোটপর্দার মায়া ত্যাগ করতে হচ্ছে। একচেটিয়া করে নিতে যাচ্ছেন বড়পর্দাকেই। গল্পনির্ভর সিনেমা বানাতে গেলে দেখা যাচ্ছে বড়পর্দার অভিনয় শিল্পীদের চেয়ে বেশি কার্যকর হয়ে উঠছেন এই ছোটপর্দার অভিনয় শিল্পীরাই। আর তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন চঞ্চল চৌধুরীই। তারপরেই আসেন মোশারফ করিম। অন্যদিকে সব ধরনের চলচ্চিত্রেই নিজেকে একজন মানানসই নায়ক হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন সিয়াম। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ ওয়েবফিল্ম ও ধারাবাহিকেও তার উজ্জ্বল উপস্থিতি লক্ষণীয়। এখন তার হাতে দশটিরও বেশি চলচ্চিত্রের কাজ রয়েছে। এতেই প্রমাণ হয় ঢাকাই চলচ্চিত্রে তিনি কী রকম চাহিদাসম্পন্ন অভিনেতা হয়ে উঠেছেন। সেক্ষেত্রে তিনি তার সময়ের বাকি সবাইর আগেই বড়পর্দায় স্থায়ী হয়ে গেছেন। চঞ্চল চৌধুরী জীবনঘনিষ্ঠ যে চলচ্চিত্রেই অভিনয় করেছেন সেখানেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। অভিনয় দিয়ে মন জয় করে নিয়েছেন আপামর দর্শকদের। শুরু করেছিলেন তৌকির আহমেদের ‘রূপকথার গল্প’ দিয়ে। একে একে ‘আয়নাবাজি’, ‘দেবী’, ‘পাপ-পুণ্য’, ‘পরাণ’ সিনেমায় তার অভিনয়ের জাদুতে নির্মাতাদের কাছে আরো অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে উঠেছেন দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা। অন্যদিকে ওয়েবফিল্ম/সিরিজ ‘তাকদির’. ‘উনলৌকিক’, ‘বলি’, ‘মুন্সিগিরি’ও তাকে দিয়েছে যথেষ্ট দর্শকপ্রিয়তা। এ অবস্থায় তাকে ছোটপর্দার কাজ বাধ্য হয়েই কমিয়ে দিতে হচ্ছে।

ছোটপর্দার আরেক জাঁদরেল অভিনেতা মোশারফ করিম। তৌকির আহমেদের ‘জয়যাত্রা’ দিয়ে বড়পর্দায় শুরু করা এই অভিনেতাও নিজেকে ইতোমধ্যেই বড়পর্দার অপরিহার্য অভিনেতা হিসেবে প্রমাণিত করেছেন। মোশারফ করিম ‘মহানগর’ ওয়েবসিরিজেও দিয়েছেন নিজের অভিনয়ের অন্যতম সেরাটি। বড়পর্দার অভিনয় শিল্পী হিসেবে নিজের নির্ভরযোগ্যতারও প্রমাণ দিয়েছেন নির্মাতাদের কাছে। তাই নির্মাতারাও এখন তার প্রতি আরো বেশি আগ্রহী হয়ে উঠছেন। প্রস্তাব পাচ্ছেন নতুন নতুন চলচ্চিত্রে অভিনয়ের। এ অবস্থায় তাকেও শিগগিরই ছোটপর্দা ছেড়ে চলচ্চিত্রেই স্থায়ী হতে হচ্ছে। ঢাকাই চলচ্চিত্রে ইতোমধ্যেই ছোটপর্দার আরো অনেকেই একপ্রকার স্থায়ী হতে চলেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads