• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
একজন জাহিদ হাসান

সংগৃহীত ছবি

শোবিজ

একজন জাহিদ হাসান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর ২০২২

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা জাহিদ হাসান। নব্বই দশকের শুরুতে টিভি নাটকের নায়কদের মধ্যে তিনি ছিলেন উজ্জ্বল মুখ। অভিনয়ের দিক থেকে বর্তমানে এই অভিনেতা খানিকটা অবসর সময় পার করছেন। কারণ গত ঈদের পর থেকে এখন পর্যন্ত নতুন কোনো নাটকের কাজ তার হাতে পড়েনি। তবে নাটক নির্মাণ এবং প্রযোজনার কাজ নিয়ে সময়টা তার ব্যস্ততায়ই কাটছে। এর ফাঁকে প্রথমবার বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে অতিথি হয়েছেন। ম্যাগাজিনটির নাম ‘রঙ্গ ক্লাব’। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় এটি প্রযোজনা করছেন মনিরুল হাসান। গত সোমবার বিটিভির অডিটরিয়ামে অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন জাহিদ হাসান। অনুষ্ঠানে যোগদান বিষয়ে জাহিদ হাসান বলেন, ‘অনেকটা ব্যতিক্রমধর্মী ম্যাগাজিন অনুষ্ঠান হওয়ায় তাতে অংশ নিয়েছি। কারণ এর নির্মাণ পরিকল্পনা আমার ভালো লেগেছে। ফলে বেশ আনন্দ নিয়েই অনুষ্ঠানটিতে পারফরম করেছি। অনুষ্ঠানে হাস্যরসের মধ্য দিয়েই সময়োপযোগী কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে।’ এদিকে জাহিদ হাসান তার প্রযোজনা থেকে একক ও ধারাবাহিক নাটক নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন এ অভিনেতা। আগামী মাসে এটির শুটিংয়ের কাজ শুরু হবে বলে জানান তিনি। এ ছাড়া আর কোনো নতুন কাজ নেই জাহিদ হাসানের। তবে জাহিদ হাসানও ক্রমে আফজাল হোসেন, তারিক আনাম, রাইসুল ইসলাম আসাদ, তৌকির আহমেদ, আজিজুল হাকিমদের মতো হয়ে শীতের অতিথি পাখি হয়ে যাচ্ছেন! শোবিজের এই চরম বাস্তবতা লুকানো সুযোগ আসলে কারো পক্ষেই সম্ভব নয়। তা অভিনেতাই হোন আর অভিনেত্রীই হোন। যেমন একসময়ের প্রবল জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের পক্ষেও এখন সম্ভব হচ্ছে না। এখনকার নাটক, সিনেমায় আগের মতো ভালো গল্প, ভালো চরিত্র নেই- তাই অভিনয় কম করছেন। প্রায় সব পুরনো হয়ে যাওয়া অভিনেতা-অভিনেত্রীরা অভিনয়ে না থাকার ওজর হিসেবে এই একটি কথাই পুনরাবৃত্তি করেন।

 

তবে জাহিদ হাসান যে মানের অভিনেতা সেই হিসেবে এখনই তার ফুরিয়ে যাওয়ার কথা নয়। এ দেশের নাটকে ও চলচ্চিত্রে আরো অনেকদিন পর্যন্ত তার দেওয়ার অনেক কিছু আছে। অনেক কিছু দেওয়ার ক্ষমতা তার মধ্যে আছে। টিভি নাটকে যদি সেরকম অভিনয় করার জায়গার অভাব হয় সেটা তিনি অবশ্যই পুষিয়ে দিতে পারেন চলচ্চিত্রে। চলচ্চিত্রের অভিনেতা হিসেবে তিনি কীরকম অনবদ্য সেটা তো দেখিয়েছেন নন্দিত লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রেই। যে ছবিটিতে তার অভিনয়ের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। খলচরিত্র হিসেবে তার মুন্সিয়ানার পরিচয় রেখেছেন ‘হালদা’ ও ‘সাপলুডু’তে। পেয়েছেন খল অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads