• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
২০২৪ সালের মধ্যে ফাইভজি ব্যবহারকারী হবে দেড় বিলিয়ন

ফাইভজি

ছবি : ইন্টারনেট

টেলিযোগাযোগ

২০২৪ সালের মধ্যে ফাইভজি ব্যবহারকারী হবে দেড় বিলিয়ন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ নভেম্বর ২০১৮

এ বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের শুরুতেই বিশ্বের কয়েকটি দেশে চালু হতে যাচ্ছে ফাইভজি নেটওয়ার্ক প্রযুক্তি। ২০২৪ সালের মধ্যেই বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশ ফাইভজি নেটওয়ার্কের আওতায় চলে আসবে। এ ছাড়া বিশ্বের মোট মোবাইল গ্রাহকের ১৭ শতাংশ বা প্রায় দেড় বিলিয়ন গ্রাহক ফাইভজি ব্যবহার করবে। সুইডেনভিত্তিক নেটওয়ার্ক ইকুইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান এরিকসনের দ্বিবার্ষিক ‘মোবিলিটি রিপোর্ট’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিষ্ঠানটি বলছে, ফাইভজিতে নেতৃত্ব দেবে উত্তর আমেরিকা এবং উত্তর-পূর্ব এশিয়ার দেশগুলো। বাণিজ্যিক ভিত্তিতে আগামী বছরই ফাইভজি চালু হতে যাচ্ছে ইউরোপে। এশিয়ার দেশগুলোর মধ্যে আছে দক্ষিণ কোরিয়া, জাপান ও চীন।

এরিকসনের এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে অন্তত আটটি ফাইভজি সমর্থিত স্মার্টফোন বাজারে আসতে পারে। এর মধ্যে ছয়টি হতে পারে মিড-ব্যান্ড স্পেকট্রামের এবং বাকিগুলো মিলিমিটার-ওয়েভ স্পেকট্রাম সমর্থিত। এ ছাড়া আগামী বছরের মধ্যে ফাইভজি সমর্থিত আরো বেশ কিছু ডিভাইস বাজারে আসবে বলেও উল্লেখ করেছে এরিকসন।

এ বছরের শেষে বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারীর পরিমাণ ৫ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে বলেও মনে করে এরিকসন। এ ছাড়া ২০২৪ সালের মধ্যে বিশ্বে ফোরজি ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে ৫ দশমিক ৪ বিলিয়নে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads