• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
চীনের পর জার্মানিতেও আইফোনে নিষেধাজ্ঞা

ছবি : ইন্টারনেট

টেলিযোগাযোগ

চীনের পর জার্মানিতেও আইফোনে নিষেধাজ্ঞা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২২ ডিসেম্বর ২০১৮

কোয়ালকমের করা পেটেন্ট মামলায় সম্প্রতি চীনে কয়েকটি মডেলের আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। এবার জার্মানিতে করা মামলায়ও রায় এসেছে কোয়ালকমের পক্ষে। চীনের মতো এখানেও কয়েকটি মডেলের আইফোন বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অ্যাপল জানিয়েছে, এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে। তবে এ সময় আইফোন ৭ এবং ৮ বিক্রি বন্ধ রাখা হবে। ইতোমধ্যেই দেশটির সব স্টোর থেকে এসব আইফোন সরিয়ে নেওয়া হয়েছে। এ মডেলগুলোর বাইরে অন্য আইফোনের বিক্রি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কোয়ালকমের দাবি, আইফোনের নির্দিষ্ট এ মডেলগুলোতে এমন কয়েকটি ফিচার রয়েছে যার পেটেন্ট মালিকানা তাদের। তবে এসব ফিচার ব্যবহারের জন্য কোনো ক্ষতিপূরণ পায়নি কোয়ালকম। আদালতের রায়ে বলা হয়েছে, এর মাধ্যমে কোয়ালকমের পেটেন্ট লঙ্ঘন করেছে অ্যাপল।

তবে জার্মানির আদালতের দেওয়া এই রায়ের মাধ্যমে অ্যাপল খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

এ রায়ের পর যুক্তরাষ্ট্রের পুঁজি বাজারে অ্যাপল শেয়ারের দর কমেছে ২ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে কোয়ালকমের শেয়ারের দর কমেছে শূন্য দশমিক ২ শতাংশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads