• বুধবার, ২২ মে ২০২৪, ৮ জৈষ্ঠ ১৪২৮
সামাজিক মাধ্যমে সক্রিয় ব্র্যান্ডের স্বীকৃতি পেল রবি ও এয়ারটেল

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

সামাজিক মাধ্যমে সক্রিয় ব্র্যান্ডের স্বীকৃতি পেল রবি ও এয়ারটেল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৪ মার্চ ২০১৯

২০১৮ সালের চতুর্থ প্রান্তিকের পর্যালোচনায় সামাজিক মাধ্যমে সক্রিয় ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে রবি ও এয়ারটেল। বৈশ্বিক অনলাইন বিশ্লেষণ সংস্থা সোশ্যালবেকার্স এ স্বীকৃতি দিয়েছে। গ্রাহকদের সব প্রশ্নের উত্তর দেওয়ায় রবি ও এয়ারটেলের ফেসবুক পেজকে এ স্বীকৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মানে ফেসবুক পেজে গ্রাহকরা কোনো প্রশ্ন করার পর সঙ্গে সঙ্গে সব উত্তর দিয়েছে ব্র্যান্ড দুটি। বাংলাদেশের টেলিযোগাযোগ শিল্পে সবচেয়ে কম সময়ে গ্রাহকদের উত্তর দেওয়ারও স্বীকৃতি পেয়েছে রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাজ ফেসবুক পেজ।

এ বিষয়ে রবির মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, সোশ্যালবেকারস রবি ও এয়ারটেল উভয় ব্র্যান্ডকেই সামাজিক মাধ্যমে সক্রিয় ব্র্যান্ডের স্বীকৃতি দেওয়ায় আমরা অনুপ্রাণিত। আমরা মনে করি পরবর্তী প্রজন্মের ডিজিটাল টেলিযোগাযোগ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পেতে আমাদের প্রচেষ্টার প্রতিফলন এ স্বীকৃতি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads