• বুধবার, ২২ মে ২০২৪, ৮ জৈষ্ঠ ১৪২৮
ওয়ালটনের নতুন ফোরজি ফোন

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

ওয়ালটনের নতুন ফোরজি ফোন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ মার্চ ২০১৯

তিন গিগাবাইট র্যাম সমৃদ্ধ নতুন ফোরজি স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। প্রিমো এইচএইট মডেলের এই স্মার্টফোনটির মূল্য ৭ হাজার ৯৯৯ টাকা হলেও অনলাইনে ওয়ালটন ই-প্লাজা থেকে কেনার ক্ষেত্রে পাওয়া যাবে এক হাজার টাকা মূল্যছাড়। ফলে ফোনটির দাম পড়বে ৬ হাজার ৯৯৯ টাকা। এ সুবিধা মিলবে ৩১ মার্চ পর্যন্ত।

নতুন এই ফোনটিতে আছে আইপিএস প্রযুক্তির ১৮:৯ রেশিওর ফুলভিউ ডিসপ্লে। ৫ দশমিক ৪৫ ইঞ্চির এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৪৪০ পিক্সেল বাই ৭২০ পিক্সেল। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন সুবিধাযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ধুলা ও আঁচড় প্রতিরোধী ২.৫ডি কার্ভড গ্লাসও।

এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও। এতে ব্যবহূত হয়েছে ১ দশমিক ২৮ গিগাহার্জ গতির কোয়াডকোর প্রসেসর। সঙ্গে রয়েছে ৩ জিবি ডিডিআর৩ র্যাম এবং পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিকস। ফলে বিভিন্ন অ্যাপ ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ১৬ গিগাবাইটের।

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা যাতে ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল অমনিভিশন ক্যামেরা।

পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহূত হয়েছে ৩২০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। কানেক্টিভিটি হিসেবে আছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ভার্সন ৪, ওয়ারলেস ডিসপ্লে প্রভৃতি।

মিডনাইট ব্লু, রোজ গোল্ড এবং টোয়াইলাইট ব্লু- এই তিনটি রঙে হ্যান্ডসেটটি বাজারে ছাড়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads