• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
রবি আজিয়াটাকে মাইক্রোসফট সলিউশন দেবে ইজেনারেশন

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

রবি আজিয়াটাকে মাইক্রোসফট সলিউশন দেবে ইজেনারেশন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০১৯

মাইক্রোসফট বাংলাদেশের লাইসেন্সিং সলিউশনস পার্টনার (এলএসপি) ইজেনারেশন লিমিটেডের কাছ থেকে মাইক্রোসফট সলিউশনস সেবা নেবে দেশের অন্যতম মোবাইল অপারেটর রবি।

বাংলাদেশের প্রথম সফটওয়্যার কোম্পানি হিসেবে আইপিওতে যাওয়ার প্রক্রিয়াধীন কোম্পানি লিমিটেড সর্বশেষ প্রযুক্তি যেমন- ব্লকচেইন, ডাটা অ্যানালিটিকস, এআই, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে প্রধানত কাজ করছে। প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, উগান্ডা, জাপান, কানাডা, ডেনমার্ক, ফিলিপাইন, সৌদি আরব, ভারতসহ সারা বিশ্বে অসংখ্য গ্রাহক রয়েছেন। অপরদিকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি রবির টেলিকম খাতে শক্তিশালী অবস্থান রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ এবং ইজেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন। এ সময় মাইক্রোসফট বাংলাদেশ, নেপাল, ভুটান ও লাওসের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, ইজেনারেশন গ্রুপের নির্বাহী ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম, রবির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সোলাইমান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনিয়া বশির কবির অনুষ্ঠানে মাইক্রোসফট কীভাবে ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং মেশিন লার্নিংয়ের মাধ্যমে বিশ্বব্যাপী টেলিকম অপারেটরদের জন্য সলিউশন তৈরি করতে পার্টনারদের সঙ্গে কাজ করছে সেটি তুলে ধরেন।

ইজেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, রবির মতো এ ধরনের বড় প্রকল্প এতদিন আন্তর্জাতিক বড় কোম্পানিগুলো বাস্তবায়ন করত। কিন্তু সর্বশেষ প্রযুক্তিতে সক্ষমতা তৈরি এবং আন্তর্জাতিক মানের সেবার মাধ্যমে ইজেনারেশন এই প্রবণতাকে পাল্টে দিয়েছে।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলেন, উদ্ভাবন ও প্রযুক্তির অগ্রগতিকে রবি সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। রবি সব সময় স্থানীয় কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব গড়তে ও একসঙ্গে এগিয়ে যাওয়াকে প্রাধান্য দেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads