• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে যাবেন ১০ বাংলাদেশি

ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সম্মেলনে এবার বাংলাদেশ থেকে ১০ তরুণ অংশ নেবেন

ছবি: সংগৃহীত

বাণিজ্য

ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে যাবেন ১০ বাংলাদেশি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৮

ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সম্মেলনে এবার বাংলাদেশ থেকে ১০ তরুণ অংশ নেবেন। আগামী অক্টোবর মাসে নেদারল্যান্ডসের হেগ নগরীতে এই তরুণরা সম্মেলনে যোগ দেবেন। তাদের সঙ্গে থাকবেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গতকাল শনিবার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুহাম্মদ ইউনূস এরই মধ্যে এসব তরুণকে নিয়ে বৈঠক করে তাদের দিকনির্দেশনা দিয়েছেন। সমাজে তাদের কাজের মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রাখছেন এমন কয়েক শ তরুণ-তরুণীর মধ্য থেকে ১০ জনকে এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে প্রতিযোগিতামূলকভাবে বাছাই করা হয়।

ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিট সমাজে ইতিবাচক অবদান রাখতে কাজ করে যাচ্ছেন এমন তরুণদের একটি আন্তর্জাতিক সম্মেলন। প্রফেসর ইউনূস এই সম্মেলনের একজন মূল বক্তা।

অনুষ্ঠানে আরো অংশ নেবেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ও মেরি রবিনসনের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা। প্রফেসর ইউনূস সম্মেলনে ভাষণ দেবেন ১৭ অক্টোবর।

যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংগঠন ওয়ান ইয়াং ওয়ার্ল্ড ২০০৯ সালে ডেভিড জোনস ও কেট রবার্টসন কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

এর উদ্দেশ্য পৃথিবীর সর্বত্র থেকে উজ্জ্বল তরুণদের সমবেত করা। তাদের মধ্যে স্থায়ী যোগসূত্র ও জ্ঞান বিনিময়ের মধ্য দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তাদের সক্ষমতা বৃদ্ধি করা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads