• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
'ন্যূনতম মজুরি বাস্তবায়নে ষড়যন্ত্র চলছে'

গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ইন্ডাস্ট্রিঅল

ছবি: বাংলাদেশের খবর

বাণিজ্য

'ন্যূনতম মজুরি বাস্তবায়নে ষড়যন্ত্র চলছে'

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৮

বেতন না বাড়িয়ে উল্টো আগের থেকেও কম মজুরি প্রস্তাবকে ষড়যন্ত্র বলে উল্লেখ করে শ্রমিক সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ইন্ডাস্ট্রিঅল এ দাবি  জানায়।

ন্যূনতম মজুরি বোর্ডের মালিক এবং শ্রমিক প্রতিনিধির প্রস্তাব প্রত্যাখ্যান ও নিম্নতম মজুরি ১৬ হাজার করার দাবিতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ইন্ডাস্ট্রিঅলের সাবেক চেয়ারম্যান আমিরুল হক আমিন বলেন, সপ্তম গ্রেড অনুযায়ী নিম্নতম মজুরি ৬ হাজার ৪০০ টাকা হলেও পোশাক শিল্প মালিক সংগঠন (বিজিএমইএ)  তা থেকে আরো ৪০ টাকা কমিয়ে দিতে চাইছে। তারাই ষড়যন্ত্র করে সরকারকে মিসগাইড করছে। ফলে সঠিক ন্যূনতম মজুরি নির্ধারণ হচ্ছে না।

তিনি বলেন, ৫ বছর আগে ঘোষিত কাঠামো অনুযায়ী এখন ইনক্রিমেন্ট পেয়ে শ্রমিকদের যে মজুরি দাঁড়ানোর কথা, মালিকপক্ষ তার চেয়েও কম প্রস্তাব করেছেন। দেশের সবচেয়ে বেশি বৈদেশিক মদ্রা অর্জনকারী এ খাতের শ্রমিকদের সঙ্গে এটা মহাতামাশা। এ ছাড়া শ্রমিক প্রতিনিধিরা যে প্রস্তাব করেছে তাও বাস্তবমুখী নয়। তাই পোশাক খাতের নিম্নতম মজুরি বিষয়ে মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তারা।

একই সঙ্গে সংবাদ সম্মেলনে বর্তমানে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, ব্যবসায়িক সামর্থ্য বিবেচানায় নিয়ে শ্রমিকদের মজুরি ১৬ হাজার টাকা অবিলম্বে কার্যকর করার দাবি জানান শ্রমিক নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইন্ডাস্ট্রিঅলের মহাসচিব সালাউদ্দিন স্বপন। এরপর সংগঠনের পক্ষ থেকে ন্যূনতম মজুরির দাবিতে আগামী ৪ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। আর পরবর্তী সময়ে সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়। এ ছাড়া স্মারকলিপি প্রদান, অবস্থান কর্মসূচি ও সমাবেশের মতো কর্মসূচিও পালিত হতে পারে বলে জানান মহাসচিব সালাউদ্দিন স্বপন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads