• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে তিতলি

ঘূর্ণিঝড় তিতলির স্যাটেলাইট ছবি

সংগৃহীত ছবি

আবহাওয়া

পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে তিতলি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ অক্টোবর ২০১৮

হারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড় ‘তিতলি’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভোররাতে গোপালপুরের নিকট দিয়ে ভারতের উড়িষ্যা-অন্ধ্র উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে পারে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ২ থেকে ৩ ঘন্টায় উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, তিতলি’র প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় নিম্নচাপের প্রতিক্রিয়া বিরাজ করবে। এর প্রভাবে সাগর উত্তাল থাকবে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads