• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

বিশ্ব

নাইজারে জঙ্গি হামলায় নিহত ৬৯

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০২১

নাইজারে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে স্থানীয় মেয়র ও আত্মরক্ষা মিলিশিয়া বাহিনীর নেতা আছেন। মালি সীমান্তের কাছে নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার হামলার ঘটনা ঘটে।

তবে এখনো এর দায় স্বীকার করেনি কেউ।

জানা গেছে, হামলার পরপরই মালি সীমান্ত দিয়ে পালিয়ে যায় জঙ্গিরা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পশ্চিমাঞ্চলীয় তালিবেরি অঞ্চলে একটি গ্রামে বানিবানগুর মেয়রের নেতৃত্বে একটি দল হামলা চালায়।

এক বিবৃতিতে এর জন্য অজ্ঞাত সশস্ত্র হামলাকারীদের দায়ী করা হয়েছে। এই ঘটনায় দেশটিতে শুক্রবার থেকে দু'দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

নাইজারের সঙ্গে মালি, বুরকিনা ফাসো ও নাইজেরিয়া সীমানায় প্রায়ই জঙ্গিদের হামলার ঘটনা ঘটে। এ বছর দেশটির দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে পাঁচশরও বেশি নিহত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads