• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

বিশ্ব

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ভয়াবহ বিস্ফোরণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ ডিসেম্বর ২০২১

লেবাননে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের একটি শরণার্থী শিবিরে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাতে লেবাননের বন্দর নগরী তাইরির বুর্জ আল শেমালি ক্যাম্পে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

স্থানীয় ফিলিস্তিনিরা বলছেন, বিস্ফোরণে তাদের ১২ জন আহত হয়েছে। তবে, কতজন মারা গেছে, তা তাঁরা নিশ্চিত নন।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে, ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে নিরাপত্তা বাহিনী কাজ শুরু করেছে।

নিরাপত্তা বাহিনীর আশঙ্কা—ক্যাম্পে হামাসের অস্ত্র মজুদ ছিল এবং সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

যদিও সেহাব নিউজ এজেন্সি বলছে, করোনা রোগীদের ব্যবহারের জন্য রাখা অক্সিজেন ক্যানেস্টারের গোডাউন থেকে এ বিস্ফোরণ হয়েছে।

এদিকে, সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বিস্ফোরণে ১৩ জনের মৃত্যুর কথা বলা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads