• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯

বিশ্ব

মাদাগাস্কার উপকূলে জাহাজ ডুবি, নিহত ১৭

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ ডিসেম্বর ২০২১

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের উত্তর-পূর্ব উপকূলে অবৈধভাবে ১৩০ জন যাত্রী বহনকারী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।এ ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে এবং ৬৮ জন এখনও নিখোঁজ রয়েছে। জাহাজে ছিদ্রের কারণে জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

মাদাগাস্কারের মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগর থেকে অন্তত ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার ফ্রান্সিয়া নামের এ জাহাজটি পূর্ব মানানারা উত্তর জেলার আন্তানম্বে শহর ছেড়েছিল। এটি দক্ষিণে সোনিয়ারানা ইভঙ্গো বন্দরের দিকে যাচ্ছিল।

আফ্রিকার এই দেশটির বন্দর কর্তৃপক্ষের প্রধান জ্যঁ এডমান্ড রান্দ্রিয়ানানতেনাইনা জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকাটি মূলত কার্গো ভেসেল হিসেবে বা পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হতো। তবে সোমবার সেটি অবৈধভাবে যাত্রী নিয়েছিল।

তিনি আরও বলেন, আমরা যে তথ্য সংগ্রহ করতে পেরেছি সে অনুযায়ী ইঞ্জিন রুমে পানি ঢুকেছিল। পানি বাড়তে শুরু করেছে এবং এটি পুরো ইঞ্জিন রুমকে ডুবিয়ে দেয়।

নিখোঁজদের খোঁজে জাতীয় নৌবাহিনী ও মেরিটাইম এজেন্সির তিনটি নৌকা তল্লাশি চালিয়ে যাচ্ছে। এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবকরাও উদ্ধার কাজে সহায়তা করছে।

সূত্র: এবিসি নিউজ

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads