• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

বিশ্ব

বিশ্বজুড়ে নতুন শনাক্ত প্রায় ২৯ লাখ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ ফেব্রুয়ারি ২০২২

ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও গত ২৪ ঘণ্টায় সে হার ছিল সামন্য কম। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৯০ হাজার ১৯৯ জন এবং মারা গেছেন ১১ হাজার ২৩৫ জন।

এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৭ লাখ ৪৪ হাজারের বেশি। মোট করোনা শনাক্ত ৩৯ কোটি ১৫ লাখ ছাড়িয়েছে।

এদিকে, দৈনিক শনাক্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশ গুলোর মধ্যে শীর্ষে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৩০৬ জন এবং মারা গেছেন ২ হাজার ৬০৬ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬ জনের এবং করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯৪১ জন। ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৬৫৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১ হাজার ১৪৩ জনের। করোনার প্রভাব কমায় কাল থেকে দিল্লিতে স্কুল-কলেজ খুলে দিচ্ছে দিল্লি রাজ্য সরকার।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬৩ লাখ ১৯ হাজার ৩৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৬৯ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৯ কোটি ১৫ লাখ ৮ হাজার ৫৮৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৪৪ হাজার ১১২ জনে। আর সুস্থ হয়েছেন ৩১ কোটি ৩ লাখ ৭৫ হাজার ৮৮১ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads