• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বিশ্ব

ইউনিয়ন ডে’তে ৮১৪ বন্দীকে মুক্তি দেবে জান্তা সরকার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি ২০২২

ইউনিয়ন ডে উপলক্ষ্যে আটশ'র বেশি বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। প্রতি বছর ১২ ফেব্রুয়ারি ইউনিয়ন ডে পালন করা হয়। গত বছর ইউনিয়ন ডে উপলক্ষে প্রায় ২৩ হাজার বন্দীকে মুক্তি দিয়েছিল দেশটি।

মিয়ানমারের একাধিক কারাগারে এখনও কয়েক হাজার বিক্ষোভকারী বন্দী রয়েছে বলে শনিবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে ফ্রান্স২৪।

দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইং এক বিবৃতিতে জানান, ইউনিয়ন ডে'র হীরক জয়ন্তী স্মরণে আটশ' ১৪ জন বন্দীকে মুক্তি দেওয়া হবে।

জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন জানিয়েছেন, যাদের ক্ষমা করা হয়েছে তাদের বেশিরভাগই বাণিজ্যিক নগরী ইয়াংগুনের কারাগারে রয়েছেন।

এদিকে আটক অস্ট্রেলিয়ান শিক্ষাবিদ শন টার্নেল ক্ষমাপ্রাপ্তদের এই তালিকায় রয়েছেন কিনা, সে বিষয় কিছু জানায়নি কর্তৃপক্ষ। টার্নেল একজন অস্ট্রেলিয়ান অর্থনীতির প্রফেসর ও নেত্রী অং সান সুচির একজন উপদেষ্টা ছিলেন, অভ্যুত্থানের কয়েকদিন পর তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বছরের ১ ফেব্রুয়ারি নেত্রী অং সান সুচিকে হটিয়ে ক্ষমতায় বসে মিয়ানমার জান্তা সরকার। এরপর থেকে জান্তা বিরোধী প্রতিবাদ ও বিক্ষোভে কমপক্ষে ১৫শ'র মানুষ নিহত হয়েছেন। আর এখন পর্যন্ত ১২ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads