• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

বিশ্ব

বিফ কাবাব বহনে অস্বীকৃতি, নর্দমায় ফেললো ডেলিভারি বয়

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি ২০২২

এই শহরে একদিন হিন্দু-মুসলমান হাত ধরাধরি করে সম্প্রীতির গান গেয়েছে, এই শহরের এক কবি লিখেছেন তাঁর অমোঘ কবিতা- হিন্দু না মুসলিম ওরা জিজ্ঞাসে কোনজন...... আবার এই শহরেই বিফ কাবাব বহন করতে অস্বীকৃত ডেলিভারি বয় সেই কাবাব ঢেলে দেয় নর্দমায়। ধর্মান্ধতা ব্যক্তিগত আচরণেও কি প্রভাব ফেলবে? চৌরঙ্গীর বাসিন্দা নাফিসা আলি মাথা কুটেও এর উত্তর পাচ্ছেন না।

জামাই আসবে বলে তিনি কদিন আগে কলকাতার রিপন স্ট্রিটের এক রেস্তোরাঁয় বিফ কাবাব, চিকেন কাবাব ও মটন কাবাবের অর্ডার দেন। অর্ডার দেয়ার ঘণ্টাখানেক পড়েও খাবার না আসায় নাফিসা আলি ডেলিভারি বয়কে ফোন করেন। ডেলিভারি বয় রাহুল নাফিসা আলিকে টেলিফোন এ বলেন- আপনাদের লজ্জা করেনা বিফ অর্ডার দিতে! বিফ খান কিভাবে? হতচকিত নাফিসা কিছু বোঝার আগেই রাহুল তাঁকে জানায় যে, সে সব খাবার নর্দমায় ফেলে দিয়েছে। এরপরই নাফিসা রেস্তোরাঁ মালিককে ফোন করেন।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ফুড এগ্রিগেটর কোম্পানির সঙ্গে তিনি সব সম্পর্ক ছিন্ন করছেন। কোনও ডেলিভারি বয়ের এই স্বাধীনতা নেই যে মানুষ কি খাবে কি খাবে না তা নির্ধারণ করার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads