• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯

বিশ্ব

ইউক্রেনে ‘সামরিক অভিযানের’ নির্দেশ পুতিনের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি ২০২২

ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

স্থানীয় সময় সকাল ৬টার আগে টেলিভিশনে দেওয়া আকস্মিক এক ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, আমি সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছি।

পুতিন বলেন, পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের যেসব সেনা সদস্য রয়েছেন তারা অস্ত্র ফেলে দিয়ে ঘরে ফিরে যান।

যে কোনো ধরনের রক্তপাতের জন্য ইউক্রেনকে দায়ী করা হবে বলে সতর্ক করে দেন রুশ প্রেসিডেন্ট।

এদিকে ইউক্রেন ইস্যুতে ইউরোপে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা প্রকাশ করার পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনে হামলার বিষয়ে ইতোমধ্যেই অনুমোদন দিয়েছে রাশিয়া। একইসঙ্গে উত্তেজনা নিরসনে ভ্লাদিমির পুতিনকে তিনি বৈঠকে আমন্ত্রণ জানালেও রুশ প্রেসিডেন্ট এখনও সে বিষয়ে কোনো উত্তর দেননি।

ইউক্রেন সীমান্তে মোতায়েন থাকা রুশ সেনাদের দিকে ইঙ্গিত করে বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার সেনাদের সামনে এগোনোর অনুমোদন দেওয়া হয়েছে। তার ভাষায়, ‘অন্য দেশের ভূখণ্ডে (রুশ সেনাদের প্রবেশের অনুমোদন দিয়েছে মস্কো)। আর রাশিয়ার এই পদক্ষেপ ইউরোপ মহাদেশে বড় ধরনের যুদ্ধের সূচনা করতে পারে।’

অবশ্য রাশিয়ার সম্ভাব্য হামলার মুখে মস্কোর প্রতি হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন পূর্ব ইউরোপের এই দেশটির প্রেসিডেন্ট। জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া যদি হামলা করে, তারা যদি আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের জীবন, আমাদের সন্তানদের জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করে; তাহলে আমরা নিজেদেরকে রক্ষা করবো।’

রাশিয়াকে সতর্ক করে দিয়ে তিনি আরও বলেন, ‘তোমরা হামলা করলে আমাদের মুখ দেখতে পাবে, পিঠ নয়।’

এদিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায় কিয়েভের সামরিক অভিযানের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। দেশটির পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি রুশপন্থি অঞ্চলকে মস্কো ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর ইউক্রেন সেখানে সামরিক অভিযান চালাতে পারে বলে জানিয়েছিলেন রুশ কর্মকর্তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads