আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। চলতি বছর এই নিয়ে নবমবারের মত পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল দেশটি।
দক্ষিণ কোরিয়া ও জাপানের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার দেশটির পূর্ব উপকূলে অন্তত একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর নিকটবর্তী সুনান এলাকা থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ও চীনের প্যারাঅলিম্পিকের মতো বিষয়গুলোকে সামনে রেখেই নতুন করে এই পরীক্ষা চালালো পিয়ংইয়ং।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ স্টাফ বলেছেন, দ.কোরিয়ান সেনাবাহিনী তাদের এসব কর্মকান্ডের ওপর নজর রাখছে। তারা সব সময় সতর্ক অবস্থা রয়েছে।
জাপান কোস্ট গার্ড জানিয়েছেন, উত্তর কোরিয়া থেকে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে উল্লেখ করে তারা তাদের সমস্ত নৌযানকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এছাড়াও, এ সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য তারা চেষ্টা চালাচ্ছে বলেও জানানো হয়।
সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি সুনান এলাকা থেকে পরীক্ষাটি চালানো হয়েছে। এর আগেও অঞ্চলটি থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, সেসময় পিয়ংইয়ংয়ের একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র সমালোচনা করেছে জাপান।