• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

বিদেশ

পাকিস্তানের সামরিক বাজেট ট্রিলিয়ন রুপি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩০ এপ্রিল ২০১৮

পাকিস্তান সামরিক বাহিনীর বাজেট ২০ ভাগ বাড়িয়েছে। এর ফলে ২০১৮-১৯ অর্থবছরে দেশটির প্রতিরক্ষা খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে এক ট্রিলিয়ন রুপি। দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) চলতি মেয়াদে প্রতিরক্ষা খাতে এটাই সবচেয়ে বড় বাজেট বৃদ্ধির ঘটনা। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

সামরিক খাতে সহযোগিতা কমানোসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা কারণে কূটনৈতিক টানাপড়েনের মধ্যে পাকিস্তান সরকার সামরিক বাজেট বাড়াল। দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক অস্বস্তিকর থাকার পরও বাজেট বাড়ানোর ঘটনাকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এবারই প্রথম দেশটির সামরিক বাজেট ট্রিলিয়ন রুপিতে পৌঁছাল। 

২০১৩-১৪ অর্থবছরে সামরিক খাতে পাকিস্তানের বরাদ্দ ছিল ৬০০ বিলিয়ন ডলার। পাঁচ বছর পর সেটা বেড়েছে শতকরা ৮৪ ভাগ। মোট বরাদ্দের মধ্যে সেনাবাহিনী ৪৭ ভাগ, বিমানবাহিনী ২০ ভাগ এবং নৌবাহিনীর জন্য থাকবে ১০ ভাগ। বাকি অর্থ প্রতিরক্ষা বিভাগের কোন খাতে ব্যয় হবে তা পরিষ্কার নয়। সামরিক বাজেট বাড়লেও এ নিয়ে দেশটির সংসদে উন্মুক্ত কোনো আলোচনা হয়নি, বরং অনেকটাই গোপনীয়তা বজায় রাখা হয়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads