• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

বিদেশ

এ মাসেই পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ভাঙবে উত্তর কোরিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

কিম-ট্রাম্পের বৈঠককে সামনে রেখে দুই সপ্তাহের কম সময়ের মধ্যে বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ভাঙা হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। গত শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ২৩-২৫ মের মধ্যে কেন্দ্রটি ধ্বংসে পিয়ংইয়ং প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করবে। খবর বিবিসি। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে বৈঠকের তিন সপ্তাহ আগেই এ কথা ঘোষণা করল দেশটি। আগামী ১২ জুন সিঙ্গাপুরে দুই নেতার এ  বৈঠক অনুষ্ঠিত হবে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়, গত বছরের সেপ্টেম্বরেই কেন্দ্রটির অংশবিশেষ ধসে পড়েছিল। উত্তর কোরীয় নেতা মে মাসের মধ্যে পুঙ্গি রি পারমাণবিক কেন্দ্রটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন বলে এপ্রিলে জানিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।

দক্ষিণের প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে গত মাসে কিমের বৈঠকের পর উত্তরের শীর্ষ নেতার বরাত দিয়ে বলা হয়েছিল, কেন্দ্রটি বন্ধের সময় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে। তবে শনিবারের বিবৃতিতে বিদেশি বিশেষজ্ঞদের পারমাণবিক কেন্দ্রটিতে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না সে বিষয়ে কিছু উল্লেখ করেনি পিয়ংইয়ং।

খবরে বলা হয়, চলতি মাসের শেষের দিকে পুঙ্গি রি কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট সব সুড়ঙ্গ বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হবে। এছাড়া সরিয়ে নেওয়া হবে সব পর্যবেক্ষণ সুবিধা, গবেষণা ভবন ও নিরাপত্তা চৌকি। আবহাওয়া পরিস্থিতির ওপর বিবেচনা করে নির্ধারিত দিনে পারমাণবিক পরীক্ষা কেন্দ্রটি ধ্বংস করা হবে। পুরো প্রক্রিয়া স্বচক্ষে দেখতে দক্ষিণ কোরিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও রাশিয়ার সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হবে। স্বচ্ছতা নিশ্চিত করতেই তারা বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানাচ্ছে। অনুমতি দিতে চাইছেন।

পুঙ্গি রি পরীক্ষা কেন্দ্রটি নির্জন গভীর পাহাড়ি এলাকায় অবস্থিত। এটিকেই দেশটির পারমাণবিক কর্মসূচির প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। স্থান স্বল্পতার কারণে এটি ধ্বংসের সময় অল্প কিছু দেশের সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হচ্ছে। কেন্দ্র সংশ্লিষ্ট মন্তাপ পাহাড়ের নিচে সুড়ঙ্গ খুঁড়ে খুঁড়ে এখানে পারমাণবিক পরীক্ষাগুলো চালানো হতো। ২০০৬ সাল থেকে এই কেন্দ্রে অন্তত ছয়টি পারমাণবিক পরীক্ষা চালায় পিয়ংইয়ং। গত বছরের সেপ্টেম্বরে এই কেন্দ্রে সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালানো হয়। সেখানে ধারাবাহিক ভূমিকম্পের মাত্রা দেখে বিজ্ঞানীদের ধারণা, সে সময় মন্তাপ পাহাড়ের একাংশ ধসে পড়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads