• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
কিমের হুমকিতেও সম্মেলনে আগ্রহী ট্রাম্প-মুন

ডোনাল্ড ট্রাম্প এবং মুন জায়ে ইন

ইন্টারনেট

বিদেশ

কিমের হুমকিতেও সম্মেলনে আগ্রহী ট্রাম্প-মুন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ মে ২০১৮

সম্মেলন বর্জনে উত্তর কোরিয়ার দেওয়া হুমকি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের মধ্যে আলোচনা হয়েছে। গতকাল রোববার দুই নেতার মধ্যে বিশ মিনিটব্যাপী ফোনালাপে সম্মেলন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

উত্তর কোরিয়াকে তার সব পরমাণু অস্ত্র ধ্বংস করতে হবে, এমন দাবি জানায় ওয়াশিংটন। পাল্টা জবাবে সম্মেলন বর্জনের হুমকি দিয়েছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুধু তাই নয়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকও বাতিল করে দেয় উত্তর কোরিয়া কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার প্রধান আলোচনা সমন্বয়কারী রি সুন জানান, দক্ষিণ কোরিয়া তাদের দাবি পূরণ না করলে কোনো আলোচনা হবে না।

রোববারের ফোনালাপে ট্রাম্প এবং মুন উত্তর কোরিয়ার সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দফতর। তবে তাদের মধ্যকার আলাপের কোনো বিস্তারিত তথ্য বিবৃতি আকারে প্রকাশ করা হয়নি। দুই নেতা আগামী ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ঐতিহাসিক সম্মেলন এবং দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র সম্মেলন সফল করতে নিবিড়ভাবে কাজ করছেন। এদিকে আগামী মঙ্গলবার দুই নেতার মধ্যে ওয়াশিংটনে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads