• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
জাজানে হুথি  ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির

হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির

ইন্টারনেট

বিদেশ

জাজানে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২২ মে ২০১৮

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জাজানে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। গতকাল সোমবার সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এই দাবি করা হয়। খবর আরব নিউজ।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করা হয়েছে। তিনি অভিযোগ করেন, হুথিরা আবাসিক এলাকাকে হামলার লক্ষ্যবস্তু করেছে। এর আগে হুথি বিদ্রোহীরা জানায়, তারা জাজান বিমানবন্দর লক্ষ করে বদর-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানাসহ বেশিরভাগ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। গত কয়েক মাসে সৌদি আরব লক্ষ্য করে তারা একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

২০১৫ সাল থেকে সৌদি জোট ইয়েমেনে হুথি বিদ্রোহীদের দমনে হামলা চালিয়ে যাচ্ছে। এতে এ পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছে। বাস্তচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। জোটের হামলা ও অবরোধের কারণে দেশটিতে দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে, দেশটিতে অতিসত্বর কয়েক লাখ মানুষের জন্য খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দরকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads