• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
সাক্ষীকে মিথ্যা বলতে বাধ্য করেছিলেন মানাফোর্ট

পল মানাফোর্ট

ইন্টারনেট

বিদেশ

সাক্ষীকে মিথ্যা বলতে বাধ্য করেছিলেন মানাফোর্ট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৬ জুন ২০১৮

পল মানাফোর্টের বিরুদ্ধে আনীত মুদ্রা পাচার মামলায় সাক্ষীদের মিথ্যা বলতে প্রভাবিত করেছিলেন বলে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্তরত স্পেশাল কাউন্সিলর রবার্ট মুয়েলার বলেছেন, জামিনের শর্ত ভঙ্গ করে মানাফোর্ট তার বিরুদ্ধে হওয়া মুদ্রাপাচার ও কর ফাঁকির মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। সিএনএনের খবর।

সাক্ষীদের একজন সম্প্রতি তাকে মিথ্যা বলার জন্য মানাফোর্ট প্রভাবিত করেছিলেন বলে তদন্ত কমর্ককর্তাদের কাছে স্বীকার করেছেন। এ বিষয়ে মুয়েলার বলেন, ওই অবৈধ লবিংয়ের বিষয়ে সাক্ষ্য দিতে পারেন এমন ব্যক্তিদের সঙ্গেই মানাফোর্ট যোগাযোগ করেছেন। সাক্ষীদের সঙ্গে এ ধরনের যোগাযোগের কারণে প্রমাণ লোপাটও হতে পারে বলে আদালতকে লেখা এক পৃথক ঘোষণায় নিজের এ সন্দেহের কথা জানিয়েছেন মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ব্রুক ডুমিন।

২০১৬-এর আগস্টেই ট্রাম্প শিবিরের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন মানাফোর্ট। গত বছর অক্টোবরে অভিযোগ আনার পর থেকেই তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। বন্দিত্ব থেকে মুক্তির বিষয়টি পর্যালোচনা করতে বিচারকের কাছে অনুরোধও জানিয়েছিলেন ট্রাম্পের এ সাবেক সহযোগী। সাক্ষীদের প্রভাবিত করা বিষয়ক নতুন অভিযোগ বিষয়ে ম্যানাফোর্টের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads