• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
থাইল্যান্ডের গুহা থেকে আরো দুই কিশোরকে উদ্ধার

ছবি : ইন্টারনেট

বিদেশ

থাইল্যান্ডের গুহা থেকে আরো দুই কিশোরকে উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৮

থাইল্যান্ডে প্রায় দুই সপ্তাহ ধরে গুহায় আটকে থাকা কিশোর ফুটবল দলটির আরো দুই সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ব্যাংকক পোস্ট। এ নিয়ে উদ্ধারকৃতদের সংখ্যা দাড়ালো চারে।

উদ্ধারকৃতদের অস্থায়ী চিকিৎসা ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষার পর হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে একজনের নাম মঙ্কল বনপাইম (১৩)।

গত ২৩ জুন ১১ থেকে ১৬ বছর বয়সী ওই কিশোরদল ও তাদের ২৫ বছর বয়সী ফুটবল কোচ ওই গুহায় প্রবেশ করেছিল। গুহায় প্রবেশ করার পর প্রবল বৃষ্টিপাতে গুহার মধ্যে পানি জমে তাদের বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। তারপর থেকে তারা গুহাটিতেই আটকা পড়ে আছে।

১২ কিশোর ও তাদের ফুটবল কোচকে উদ্ধারে রোববার স্থানীয় সময় সকাল ১০টায় একটি উদ্ধারকারী দল গুহায় প্রবেশ করেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন অভিযান প্রধান নারংসাক ওজতনাকন।

উদ্ধারকারী দলে ১৩ জন বিদেশি ও থাইল্যান্ড নৌবাহিনীর পাঁচ জন ডুবুরি আছেন।

উদ্ধারের এই পরিকল্পনা সম্পর্কে আটকা পড়া কিশোর দলটির পাশাপাশি তাদের পরিবারগুলোকেও জানানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads