• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
‘আমরা প্রেমে পড়েছি’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং উন

ছবি : ইন্টারনেট

বিদেশ

‘আমরা প্রেমে পড়েছি’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০১ অক্টোবর ২০১৮

ছিলাম শত্রু, হলাম বন্ধু- এরপর পড়লাম প্রেমে। কথাগুলো বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সময়ের শত্রু উত্তর কোরীয় নেতা কিম জং উন এবং তিনি পরস্পরের প্রেমে পড়েছেন বলে দাবি করেছেন তিনি। শনিবার ওয়েস্ট ভার্জিনিয়ায় এক সমাবেশে সমর্থকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, আমি ছিলাম অনমনীয়, কিমও তাই। আমরা একে অপরের বিরুদ্ধে বাক্য চালাচালি করছিলাম। কিন্তু এখন আমরা প্রেমে পড়েছি। সত্যিই বলতে কী, তিনি আমাকে অনেক সুন্দর সুন্দর চিঠি লিখেছেন। সেগুলো খুবই চমৎকার। তার এ কথায় সমর্থকরা হাসতে থাকেন ও করতালি দেন। আমি জানি, অনেকেই হয়তো কিমকে নিয়ে আমার এ ধরনের কথাকে ‘অপ্রেসিডেন্টসুলভ আচরণ’ হিসেবে দেখবেন। কিন্তু এটাই সত্যি।

কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে প্রকাশ্য শত্রুতা বিরাজ করছিল। বছর খানেক  আগেও এই দুই নেতা নিয়মিত হুমকি বিনিময় এবং পরস্পরের প্রতি অপমানজনক উক্তি করেছেন। ব্যাঙ্গ করে কিমকে লিটল রকেটম্যান বলেন ট্রাম্প। কিমও এর জবাবে ট্রাম্পকে বলেছিলেন, বুড়ো ভাম। সেই তারাই এখন প্রেমে মজেছেন। অথচ একটা সময় যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টাও চালিয়ে গেছে উত্তর কোরিয়া। কিন্তু ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের পর একদা বৈরী এই দুই দেশের সম্পর্ক এখন অন্য উচ্চতায় উঠেছে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।

চলতি বছরের ১২ জুন সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন ট্রাম্প ও কিম। সেসময় তারা জানান, কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার লক্ষ্যে তারা কাজ করবেন। কিমের এ আশ্বাস নিয়ে অনেকের মনেই সন্দেহ ছিল। কিন্তু কিম তার কথা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে দেশটির সবচেয়ে বড় পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র পুঙ্গি রি বন্ধ করে দিয়েছে পিয়ংইয়ং। এ ছাড়া ট্রাম্পের সঙ্গে আবারো বৈঠক করতে চান বলে সম্প্রতি চিঠি দেন কিম। এই চিঠি পেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নিকটতম সময়ে উত্তর কোরীয় নেতার সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন। এরই জের ধরে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কথা বলতে কিমের সঙ্গে দ্বিতীয় বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এই বৈঠকটি কবে ও কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো জানানো হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads