• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
৫৩০ কোটি টাকার ছবি

চিত্র প্রদর্শনীর নিলামে এই তৈলচিত্রটি রেকর্ড মূল্যে বিক্রি হয়

ছবি : ইন্টারনেট

বিদেশ

৫৩০ কোটি টাকার ছবি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ অক্টোবর ২০১৮

আঁকা একটি ছবির দাম ৫৩০ কোটি টাকা- শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি এশিয়ার অন্যতম বৃহৎ একটি চিত্র প্রদর্শনীর নিলামে এই তৈলচিত্রটি রেকর্ড মূল্যে বিক্রি হয়। চীনা বংশোদ্ভূত ফ্রান্সের শিল্পী জাও ওয়াও কির আঁকা চিত্রকর্মটির দাম উঠে ৬৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৩০ কোটি টাকা)।

বিশ্বের নামকরা শিল্পসামগ্রী ক্রেতা সথেবিসের তথ্য অনুযায়ী ‘জুন-অক্টোবর ১৯৮৫’ নামের এ চিত্রকর্মটি এখন বিশ্বের সবচেয়ে দামি তৈলচিত্র। ১০ মিটার দৈর্ঘের এ চিত্রকর্মটি এর আগে এক নিলামে কেনা দামের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয়। চিত্রকর্মটির শিল্পী জাও ওয়াও কি ২০১৩ সালে মারা যান।

হংকংয়ের ওই নিলামে ওইদিন মোট ২০০ মিলিয়ন ডলার সমমূল্যের চিত্রকর্ম বিক্রি হয়। পশ্চিমা শিল্পীদের সঙ্গে এশিয়ান অনেক শিল্পীর চিত্রকর্মও নিলামে তোলা হয় এবং বেশ ভালো দামে সেগুলো বিক্রি হয়। জাপানি শিল্পী ইয়োশিমিতো নারার ‘পোর্ট্রেট অব এ-ই’ প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলারে বিক্রি করা হয়। এছাড়া এশিয়ার আরো আট শিল্পীর চিত্রকর্ম রেকর্ড পরিমাণ মূল্যে বিক্রি হয়। এর মধ্যে তাইওয়ানের রিচার্ড লিন, চায়নার হাও লিয়াং এবং ওয়াং জিংওয়েইর চিত্রকর্ম এক মিলিয়ন ডলারের অধিক মূল্যে বিক্রি করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads