• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
ঘূর্ণিঝড় মাইকেলে লণ্ডভণ্ড ফ্লোরিডা

সংগৃহীত ছবি

বিদেশ

ঘূর্ণিঝড় মাইকেলে লণ্ডভণ্ড ফ্লোরিডা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১২ অক্টোবর ২০১৮

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও মধ্য আমেরিকায় ঘূর্ণিঝড় মাইকেলের আঘাতে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্রের মতে, ঘণ্টায় ১৫৫ মাইল বেগে আঘাত হানা ঝড়টি শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড়। ঝড়ের কারণে উপকূলের প্রায় চার লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিবিসি ও সিএনএনের খবর।  ফ্লোরিডার এক কর্মকর্তা জানান, গাছ পড়ে একজনের ও একটি অস্থায়ী বাসা ঝড়ের মুখে পড়ে ১১ বছরের এক কিশোরী মারা গেছে। মাইকেল এতই শক্তিশালী যে স্থলভাগে এসেও ঘূর্ণিঝড়ের বেগ কমেনি। হঠাৎ করে এটি উৎপত্তি হওয়ায় অনেকে বিস্মিত। মঙ্গলবারের ঝড়টি দুই ক্যাটাগরির ছিল। পরে বুধবার সকালে এটাকে পাঁচ ক্যাটাগরির ঘূর্ণিঝড় ঘোষণা করেন আবহাওয়াবিদরা।

এর আগে মধ্য আমেরিকায় মাইকেলের আঘাতে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে হন্ডুরাসে ছয়, নিকারাগুয়ায় চার ও এল সালভাদরে তিনজন রয়েছে। ফ্লোরিডা ঝড়ের কারণে ৩ লাখ ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। মাইকেলের কারণে যুক্তরাষ্ট্রের উপকূল রেখা বরাবর ৩০০ মাইলের বেশি এলাকা ঝুঁকির মুখে আছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

ফ্লোরিডার মেক্সিকো বিচের কাছে বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে হারিকেনটি আঘাত হানে বলে জানায় এনএইচসি। ক্ষয়ক্ষতি এড়াতে আগেই ফ্লোরিডা, আলাবামা, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় জরুরি অবস্থা জারি করা হয়। ঘূর্ণিঝড়ের কারণে ফ্লোরিডার কিছু কিছু অংশে ১৪ ফুট পর্যন্ত ঢেউ আছড়ে পড়ে এবং ৩০ সেন্টিমিটার বৃষ্টিপাতের কারণে তাৎক্ষণিক বন্যা দেখা দিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads