• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
সবচেয়ে বড় উভচর বিমানের সফল পরীক্ষা

বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমান 'এজি ৬০০'

সংগৃহীত ছবি

বিদেশ

সবচেয়ে বড় উভচর বিমানের সফল পরীক্ষা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৮

বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমানের (নৌ ও স্থল থেকে উড্ডয়ন বা অবতরণে সক্ষম) সফল পরীক্ষা চালানো হয়েছে। চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ‘এজি-৬০০’ নামের ওই বিমানটি গতকাল শনিবার মসৃণভাবে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম হয়। খবর এনডিটিভি।

চীনের হুবেই প্রদেশের জিংমেনে বিমানটি আকাশ থেকে পানিতে অবতরণ করে। উভচর বিমানটি নির্মাণ করে দেশটির রাষ্ট্রীয় ফার্ম অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না। সফল পরীক্ষা চালানোয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অভিনন্দন জানিয়েছে সংস্থাটিকে। গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৫১ মিনিটে উপকূলীয় শহর জুহাই থেকে এটি উড্ডয়ন করে। আকাশে এটি প্রায় ১৫ মিনিট থাকে। বিমানটির কোড নাম ‘কুলং’। চার সদস্যের একটি দল এটি পরিচালনা করে। উল্লেখ্য, গত মাসে ১৪৫ কিলোমিটার উচ্চগতিতে বিমানটি পানিতে প্রথম ‘ট্যাক্সিং’ সম্পন্² করে। ‘এজি-৬০০’ বিমানটি চারটি টার্বপ্রোপ ইঞ্জিন দিয়ে গঠিত। এর উড্ডয়নসীমা ১২ ঘণ্টা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, নৌপথের উদ্ধার কার্যক্রম, পর্যবেক্ষণ ও অগি²নির্বাপণের জন্য এটি ব্যবহার করা হবে। গত বছরের ডিসেম্বরেও এর সফল উড্ডয়ন হয়। এছাড়া এটি পানিতে আটটি ট্যাক্সিং টেস্ট সম্পন্² করেছে। যাতে এর গতি ছিল ঘণ্টায় ১২০ ও ৮০ কিলোমিটার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads