• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
শিশুদের ‘মানুষ হত্যার’ প্রশিক্ষণ !

ছবি : সংগৃহীত

বিদেশ

টেমপার অব উইল

শিশুদের ‘মানুষ হত্যার’ প্রশিক্ষণ !

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ নভেম্বর ২০১৮

ক্যাম্পটিতে সাধারণত ১২ থেকে ১৮ বছর বয়সীদেরই রাখা হয়। দেওয়া হয় অত্যাধুনিক অস্ত্র চালনার প্রশিক্ষণ। সেই সঙ্গে প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের মনে ঢুকিয়ে দেওয়া হয় উগ্র জাতীয়তাবাদের বিষ। ইউক্রেনের তেরনোপিল এলাকার বনাঞ্চলে দেশটির জাতীয়তাবাদী গোষ্ঠী সভোবোদা পার্টির উদ্যোগে গড়ে উঠেছে ‘টেমপার অব উইল’ নামের এই প্রশিক্ষণ ক্যাম্প। সম্প্রতি সংবাদ সংস্থা এপির এক অনুসন্ধানী প্রতিবেদেনে উঠে আসে ক্যাম্পটির খুঁটিনাটি অনেক তথ্য। সেখানে শিশুদের ‘নিজের মাতৃভূমি রক্ষা’ ও ‘আদর্শ প্রচারের’ জন্য শেখানো হয় একে-৪৭-এর মতো আধুনিক অস্ত্র দিয়ে মানুষ হত্যার কৌশল।

তবে প্রশিক্ষক শিশুদের শেখানোর সময় মাঝে মাঝেই বলেন, তোমাদের এই প্রশিক্ষণ মানুষ হত্যার জন্য নয়। তবে নিজেদের জন্মভূমি রক্ষা করতে সীমান্তের ওপার থেকে আসা (রাশিয়া) বেঁটে-খাটো মানুষগুলো দেখলে গুলি চালাতে বিলম্ব করবে না।

এপির অনুসন্ধানে দেখা গেছে, সরকারের অনুদানে সামার ক্যাম্পের আড়ালে উগ্র জাতীয়তাবাদীরা চালাচ্ছে এই টেম্পার অব উইল ক্যাম্প। ক্যাম্পের একটি তাঁবুতে বিশ্রামরত সশস্ত্র শিশুদের ছবিটি তুলেছেন এপির আলোকচিত্রী ফেলিপে ডানা। গেল সপ্তাহে বিশ্বের আলোচিত ছবি ছিল এটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads