• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
ক্রিমিয়া উপকূলে ইউক্রেনের ৩ জাহাজ জব্দ রাশিয়ার

ছবি : সংগৃহীত

বিদেশ

ক্রিমিয়া উপকূলে ইউক্রেনের ৩ জাহাজ জব্দ রাশিয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ নভেম্বর ২০১৮

ক্রিমিয়া উপকূলে ইউক্রেন নৌবাহিনীর তিনটি জাহাজ জব্দ করেছে রাশিয়া। গত রোববার জাহাজগুলো জব্দ করার আগে সেগুলো লক্ষ্য করে গুলি ছোড়ে রুশ বাহিনী। এতে বেশ কয়েকজন ইউক্রেনীয় নাবিক আহত হয়। এ ঘটনায় দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। খবর বিবিসি ও সিএনএন।

এ বিষয়ে গতকাল সোমবার সকালে রাশিয়ার এফএসবি নিরাপত্তা বিভাগ জানিয়েছে, সীমান্ত টহল বোটগুলো কৃষ্ণ সাগরে ইউক্রেন নৌবাহিনীর জাহাজগুলো জব্দ করেছে এবং সেগুলো থামাতে অস্ত্র ব্যবহার করা হয়। ইউক্রেনের জাহাজগুলো অবৈধভাবে জলসীমায় প্রবেশ করায় আমরা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। জাহাজগুলো বিপজ্জনকভাবে এগিয়ে যাওয়ার সময় সতর্কতা জানানো হলেও সেগুলো তা উপেক্ষা করেছে।

জাহাজগুলোর মধ্যে দুটি গানবোট ও একটি টাগবোট রয়েছে। জাহাজগুলো জব্দ করার সময় আহত তিন ইউক্রেনীয় নাবিককে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে এফএসবি। এদিকে জাহাজগুলো কোনো আইন ভঙ্গ করেনি দাবি করে ইউক্রেন জানায়, রাশিয়া সামরিক আগ্রাসন চালিয়েছে। রাশিয়াকে শাস্তি দিতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছে দেশটি। 

অন্যদিকে রাশিয়া ও ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করতে বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বৈঠক আহ্বানের কথা নিশ্চিত করেন। রাশিয়া ক্রিমিয়া উপকূলে ইউক্রেন নৌবাহিনীর তিনটি জাহাজ জব্দ করার প্রেক্ষিতেই এ বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ। গতকাল সোমবার এ বৈঠক হওয়ার কথা।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads